মর্মান্তিক ! মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে ভাসান দিতে গিয়ে তলিয়ে গেলেন 5
Murshidabad : এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গেল সোমবার সন্ধ্যা বেলা বিসর্জনের সময়। দুর্গা প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে 5 জন ভাসান যাত্রী তলিয়ে গেলেন। সোমবার বিজয়া দশমীর রাত্রিবেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে গেল মুর্শিদাবাদের বেলডাঙা এলাকার ডুমনিদহ বিলে। অনেক তল্লাশি চালানোর পর গভীর রাতে চার জনকে উদ্ধার করা হয়। চলুন বিস্তারিত জেনে নিন। (Murshidabad, West Bengal News : 5 people sinks in the Dumnidaha Bill, Beldanga area, Murshidabad during Devi Durga Bisorjon Immersion)
এখনো পর্যন্ত চারজনের দেহ পাওয়া গিয়েছে। অপরদিকে পঞ্চম জনের তল্লাশি করতে সার্চলাইট দিয়ে ডুবুরি নামানো হয়েছে। আর মৃতদের নাম যথাক্রমে সুখেন্দু দে (২১), রোহন পাল (২৩), অরিন্দম বন্দ্যোপাধ্যায় (২০) এবং সোমনাথ বন্দ্যোপাধ্যায়(২২). আর এখনো যিনি নিখোঁজ রয়েছেন তার নাম নিপ্পন হাজরা বন্দ্যোপাধ্যায় (৩৫). এই মর্মান্তিক ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে। (Sukhendu Dey, Rohan Pal, Arindam Bandyopadhyay and Somenath Bandyopadhyay are dead and Nippon Hazra Bandyopadhyay is missing till now)
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের মতে, বেলডাঙ্গা পুর এলাকার হাজরা পরিবারের এই মূর্তিটি ডুমনিদহ বিলে নিরঞ্জন করতে নেওয়া হয়েছিল। আর তাদের প্রথা হলো, দুটো নৌকার মাঝখানে বাঁশের তৈরি কাঠামো বেঁধে প্রতিমা বিলের মাঝে মাঝে নিয়ে যাওয়া হয়। আর তারপর সেখানে গিয়ে বিসর্জন দেওয়া হয়। সোমবারে একই পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। (Beldanga Hazra family Durga Murti bisorjon)
তবে, প্রশাসনের নিয়ম না মেনে দুটো নৌকাতে অন্তত 50 জন ভাসান যাত্রী উঠে পড়েছিলেন। আর এর ফলেই দুর্ঘটনাটি ঘটে গিয়েছে। প্রতিমা ভাসান মুহূর্তে হঠাৎ করেই অন্য একটি নৌকার উপর পড়ে যায়। আর এর ফলে প্রতিমা তলায় চাপা পড়ে যান পাঁচ জন ভাসান যাত্রী। প্রত্যেকে সাঁতরে ওঠার চেষ্টা করলেও রোহন সুখেন্দুরা উঠে আসতে ব্যর্থ হন।
অপরদিকে, এই ঘটনাতে হাইকোর্টের নির্দেশিত পুজো এবং বিসর্জন সংক্রান্ত যে সমস্ত নিয়মকানুন দেওয়া হয়েছিল তা যে মানা হয়নি তা স্বীকার করে নিয়েছে মুর্শিদাবাদের জেলা পুলিশ।
