বালিভর্তি লরি উল্টে গেল মাটির বাড়ির উপর, মৃত ২ শিশু সহ তিনজন
Burdwan : দিনের পর দিন বেপরোয়া গাড়ি চালানোর অভ্যাস বেড়ে যাচ্ছে অনেকেরই ফলে দেখা যাচ্ছে একাধিক মর্মান্তিক দুর্ঘটনা। এরকমই আবার বেপরোয়া গাড়ি চালানোর জন্য প্রাণ গেল তিন জনের। বালি ভর্তি বড় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাটির বাড়ির ওপর উল্টে পড়লো, ফলে মৃত্যু হল তিন জন সদস্যর। ঘটনাটি ঘটেছে বর্ধমানের জামালপুরে। স্থানীয় মানুষ জন মৃত দেহ আটকে রেখে পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে বিক্ষোভ দেখায়। পুলিশ মৃত দেহ নিয়ে যেতে চাইলে, মৃতদেহ আটকে রাখে স্থানীয় সদস্যরা। (A sand-filled lorry overturned on a mud house, killing three people, including two children in Purba Bardhaman, Jamalpur)
খবর সূত্রে জানা যায় যে পূর্ব বর্ধমানের জামালপুরের রাত ৯ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। জানা যায় দামোদর নদীর বাঁধের কাছেই ছিল মাটির বাড়ি। সেই বাড়িতে থাকেন চারজন সদস্য স্বামী, স্ত্রী এবং তাদের দুই সন্তান।
রাত্রিবেলা গৃহ কর্তা বাড়িতে উপস্থিত ছিলেন না, তখন ঘরে ছিল স্ত্রী এবং তার দুই সন্তান। তখন তারা ঘরে বসে টিভি দেখছিল এবং সেই সময়ে হঠাৎ ওই বালিভর্তি লরিটি এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে সেই দামোদর নদীর পাশে থাকা মাটির বাড়িটির উপর, ঘটনাস্থলেই মারা যান স্ত্রী সহ দুই সন্তান।
আবার অন্যদিকে শোনা গেল রাত ১১:৩০ নাগাদ ধর্মতলায় বেপরোয়া গাড়ি চালিয়ে ধাক্কা দিল একটি যাত্রীবোঝাই ট্যাক্সিতে, যার ফলে আহত হয়েছে দুইজন সহ ট্যাক্সিচালক। দুই যাত্রীসহ ট্যাক্সিচালক যাচ্ছিল সেন্টাল এভিনিউ দিকে এবং সেই সময় একটি গাড়ি ধাক্কা মারে বেপরোয়াভাবে।
বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে মাঝে মাঝে বিরাট দুর্ঘটনার কথাও আমরা শুনে থাকি এবং যেটা আমাদের সকলেরই পক্ষে ভীষণ চিন্তার একটা বিষয়।