কলকাতাব্যবসাভাইরালরাজ্যসর্বশেষ

সারদা মামলার চার্জশিট পুজোর আগেই, জেরা করা হবে প্রাক্তন প্রভাবশালী তৃণমূল নেতাদের

২০২১-এর বিধানসভা ভোটের আগে সারদা মামলা নিয়ে আবারও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুজোর আগেই চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই-এর সদর দপ্তরে। প্রাক্তন প্রভাবশালী তৃণমূল নেতা এবং এক আইপিএস অফিসারকে গুরুত্বপূর্ণ সাক্ষী করা হয়েছে। নতুন ৬ জন প্রভাবশালী নাম থাকছে চার্জশিটে। এরমধ্যে রয়েছেন একজন আইপিএস অফিসার‌ও (Before Durga Puja, The chargesheet of Sarada Mamla will be made and one ex TMC leader, One IPS officer and another six heavyweight persons shall be considered as witness.)।

সন্দেহের তালিকায় যে ১২ জন ছিল তার মধ্যে ৬ জনের নামে চার্জশিট তৈরি হচ্ছে। আইকোর এবং প্রয়াগ নিয়ে‌ও মামলা শুরু নির্দেশ দেওয়া হয়েছে। সারদার ব‍্যবসা মাত্র দু’বছরে ফুলে ফেঁপে উঠেছিল আমজনতার লগ্নির টাকায়। ২০১৩ তে আচমকা ধ্বস নামে ব‍্যবসায়। প্রায় ১৭ লক্ষ লগ্নিকারীর ২৪৬০ কোটি টাকা তছরুপ হয়।

প্রায় ৩৫০ টি এফআইআর দায়ের করা হয় সারদা গ্রুপের বিরুদ্ধে। গ্রেপ্তার করা হয় কুনাল ঘোষ, দেবব্রত সরকার, রজত মজুমদার, সৃঞ্জয় বসু ও মদন মিত্রের মত প্রভাবশালীদের (Some Heavyweight persons like Kunal Ghosh, Debabrata Sarkar, Rajat Majumdar, Srinjoy Bose and Madan Mitra in Sarada Mamla )। ২০১৩-এর আগস্ট মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় সারদার কর্ণধার সুদীপ্ত সেন ও দেবযানী মুখার্জিকে।

এরপরই সুপ্রিম কোর্টের নির্দেশে সরদাসহ ৪৪ টি আর্থিক সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই সারদাকাণ্ডে নাম জড়ায় অভিনয় জগতের তারকা, থেকে রাজনৈতিক ব্যক্তি এবং প্রভাবশালী পুলিশ কর্তারা‌ও। ক্রীড়া জগতের বিশিষ্ট কিছু লোকজনের নাম উঠে আসে এই কান্ডে। একাধিক গ্রেফতারির ঘটনাও ঘটেছে কিন্তু মামলার নিষ্পত্তি হয়নি।আবার‌ও পুজোর আগে সারদাকাণ্ডের চূড়ান্ত চার্জশিট জমা দেওয়ার নির্দেশ রাজ‍্য-রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে।