বিজ্ঞানসর্বশেষ

বিশ্ব উষ্ণায়নে বাড়ছে সমুদ্র জলতল, আশঙ্কা বিজ্ঞানী মহলে

প্রতিদিন লাগামছাড়া হারে গলছে গ্রীনল্যান্ডের বরফ (Ice In Greenland Is Melting Rapidly)। সমুদ্রের জলতল ক্রমশ‌ই বেড়ে চলেছে। গ্রীনল্যান্ডের ৫৩২ টন বরফ গলে গিয়েছে মাত্র এক বছরে। পরিসংখ্যান বলছে প্রতিদিন ৩০ লক্ষ টন করে বরফ গলে চলেছে সমুদ্রের জলতল। প্রতি সেকেন্ডে যা অলিম্পিক পুলের সমান।

এর আগে নাসার পাঠানো ছবিতে ধরা পড়েছিল আন্টার্টিকায় বরফের চাদরে প্রায় কুড়ি শতাংশ বরফ ইতিমধ্যে গলে গিয়েছে। এর অন্যতম কারণ হিসেবে বিজ্ঞানীরা মনে করছেন বিশ্ব উষ্ণায়নকে। আন্টার্টিকায় বরফ গলনের মতো ঘটনা প্রতিনিয়ত বেড়ে চলেছে। বরফের চাদরে ঢাকা থাকার কারণে যে অঞ্চল‌গুলি দেখা যায় না। সেই অঞ্চলগুলি উন্মুক্ত হয়ে গিয়েছিল।

সমস্ত বরফ গলে এর মধ্যেই দেখা দিয়েছে স্বচ্ছ জলধারা। চলতি মাসের শুরুর দিকে উষ্ণতায় পারদ তীব্র পর্যায় ছুঁয়েছে। আন্টার্টিকার তাপমাত্রা পৌঁছেছিল ৬৪.৯ ডিগ্রি ফারেনহাইট। সেদিন একই তাপমাত্রা লক্ষ্য করা গিয়েছিল লস অ্যাঞ্জেলেসেও।

সায়েন্স ম্যাগাজিন নেচারের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জানা যায়, বিশ্ব উষ্ণায়নের (Global Warming) ফলে ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে আন্টার্টিকায় তিনগুণ বেশি বরফ গলে গিয়েছে। প্রতিবছর ২৪১ টন বরফ গলছে আন্টার্টিকায়। এর ফল হিসেবে সমুদ্র জল বাড়ার মতো ঘটনা স্বাভাবিক হয়ে পড়েছে। ১৯৯২ সাল পর্যন্ত আন্টার্টিকায় বরফ গলে ছিল মাত্র ৮৪ বিলিয়ন টন।

রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে এই শতকের শেষে সমুদ্রের জলতল বৃদ্ধি পেতে পারে ১৬ সেন্টিমিটার। এই বরফ গলনের ফলে এক সপ্তাহে ঈগল আইল্যান্ডের চূড়ার প্রায় চার ইঞ্চি বরফের আস্তরণ গলে গিয়েছে বলে জানাচ্ছেন নাসা। যার কারণ হিসেবে জানা যাচ্ছে ক্রমবর্ধমান উষ্ণতা। তাই বর্তমানে এই বিষয়টিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলে মনে করছে বিজ্ঞানীরা।