শাহরুখ খানের গানে তুমুল নাচলেন টলিপাড়ার নতুন জুটি সৌরভ -ত্বরিতা – Sourav Banerjee -Twarita Chatterjee Reception Marriage Dance Photos, videos on Suraj Hua Maddham
গত বছরে যেন সমস্ত বিয়েগুলো আটকে ছিল সেটা সাধারণ মানুষের পক্ষে হোক বা আমাদের টলিপাড়ার কথা হোক, বছর পড়তে না পড়তেই বিয়ের মৌসুমে টলিপাড়ায় একদম বিয়ের তোরজোর লেগে গেছে। ফেব্রুয়ারি মাসে বিয়ে হতে চলেছে তৃণা নীলের, গায়িকা ইমন চ্যাটার্জী, এবং মিমি এবং ওমের। তার আগেই বিয়ে সেরে নিল টলিপাড়ার আর এক জুটি সৌরভ এবং ত্বরিতা। (Tollywood Wedding News : See dance video of husband wife Sourav Banerjee and Twarita Chatterjee reception marriage photos videos on Suraj Hua Maddham, a Shahrukh Khan song)

টেলিভিশনের পর্দার বেশ জনপ্রিয় মুখ এই দুজনার। সৌরভের আরেকটি পরিচয় রয়েছে, সেটি হলো সে তরুণ কুমারের নাতি। করোনা পরিস্থিতির জন্য বিয়ের ধুম ধাম করে না হলেও আত্মীয়-স্বজন পরিজন নিয়ে বিয়ের কাজটা সেরে ফেললেন তারা।

প্রি ওয়েডিং থেকে শুরু করে সঙ্গীত, মেহেন্দি সমস্ত কিছু তারা পালন করেছিলেন। সংগীতের অনুষ্ঠানে বেশ কোমর দুলিয়ে নাচলেন এই জুটি। এমনি সামনে বিয়ে সুতরাং মনটা এমনিতেই রোমান্টিক তার মধ্যে আবার রোমান্টিক কিং শাহরুখ খানের গানের উপর নাচ করে প্রেমে ভেসে গেলেন এই জুটি।
শাহরুখ খান এবং কাজলের রোমান্টিক গান সুরাজ হুয়া মাধ্যম গানটিতে নাচলেন এই জুটি। জানা গেছে সৌরভ এবং ত্বরিতা সহ আরও যারা বন্ধুবান্ধব ছিল সকলেই শাহরুখ খানের ফ্যান সেই জন্যেই সমস্ত অনুষ্ঠানে গান হিসেবে বেছে নেওয়া হয়েছিল শাহরুখ খানের গান। সংগীতের জন্য নাচ এবং গানের কোরিওগ্রাফি করেছিল আরেক অভিনেত্রী সন্দীপ্তা। অনুষ্ঠানে ত্বরিতা পরেছিল গোলাপি রঙের একটি লেহেঙ্গা এবং তার সাথে ছিল তার হীরের গয়না সৌরভ ছিল পাজামা কুর্তা তে।

যথারীতি তাদের সমস্ত অনুষ্ঠানগুলি কাটিয়ে তারা বিয়ের পিড়িতে বসেছেন এবং খুব ভালোমতো আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব নিয়ে বিয়ের পর্ব তারা শেষ করেছে। এখন তাদের প্রস্তুতি চলছে রিসেপশনের। জানা গেছে টলিপাড়ায় এই নব দম্পতি জুটি সাজবেন একদম বাঙালির মতোই। আপাতত তাদের বিয়ের ছবি প্রকাশ্যে আসার পরপরই সকলের তরফ থেকে শুভেচ্ছা বার্তা জানানো হচ্ছে।