সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ইমন, পাত্র কে? দেখে নিন
ইমন চক্রবর্তী, সম্প্রতি বাঙালি গায়িকাদের মধ্যে প্রথম সারিতে রয়েছে তার নাম। তার অসাধারণ গানের গলা খুব সহজেই মুগ্ধ করতে পারে সকলকে। সম্প্রতি এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুরকার নিলাঞ্জন ঘোষ এর সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। সোমবার সন্ধ্যায় তাঁদের বাগদান পর্ব মিটেছে। (365 Reporter Bangla Showbiz : Famous singer Iman Chakraborty is going to be tied to satpak with artist Nilanjan Ghosh )
বেশ কিছুদিন ধরেই ইমনের বিয়ের খবর শোনা যাচ্ছিল টলিপাড়ায়। নানা জল্পনা-কল্পনা কে পেছনে ফেলে দিয়ে সোমবার মনের মানুষের সঙ্গে সারাজীবন কাটানোর কথা সকলকে জানিয়ে দিলেন এই গায়িকা।

ইমনের বিয়ের খবর পেয়ে খুব খুশি জনসাধারণ। তার বিয়ের জন্য খুবই উত্তেজিত তার অন্যান্য সহকর্মীরা। কিন্তু গায়িকা নিজে তার কোন বিবাহের ছবি শেয়ার করেনি সকলের সঙ্গে। তিনি অন্যদের মতো সোশ্যাল মিডিয়ার অত একটিভ থাকা পছন্দ করেন না। সুরকার নীলাঞ্জন এর সঙ্গে বহু দিনের পরিচয় থাকলেও, তাদের প্রেম পর্ব শুরু হয়েছিল গত বছরের ডিসেম্বর মাস থেকে। তাই খুব তাড়াতাড়ি এই প্রেমকে পরিণতি দিতে চলেছেন তারা।
চলতি বছরের কথা মাথায় রেখেই আগামী বছরের শুরুর দিকেই শুধুমাত্র ঘনিষ্ঠদের নিয়ে বিবাহ পর্ব সেরে ফেলবেন ইমন এবং নীলাঞ্জন।
তবে কেন নীলাঞ্জন কেই জীবনসাথী হিসাবে বেছে নিলেন ইমন? এ কথার উত্তরে ইমন জানিয়েছেন যে,”বাবার কাছে যতটা আমি যতটা যত্নে ছিলাম, আমি জানি নীলাঞ্জনা কাছেও ঠিক ততটাই যত্নে আমি থাকবো। আমরা খুবই ভালো বন্ধু। আমরা এখন যেমন আছি, ঠিক তেমনই বিয়ের পরেও থাকব”।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি জি বাংলা সারেগামাপা অনুষ্ঠানে ইমনকে দেখা যাচ্ছে সঙ্গীতগুরু হিসাবে। এই বছর নতুনভাবে সকলের সামনে নিজেকে নিয়ে এসেছে সারেগামাপা। বহুদিনের সঞ্চালক যীশু সেনগুপ্ত কে বাদ দিয়ে এবার আনা হয়েছে আবীর চট্টোপাধ্যায় কে। (Iman Chakraborty acts as a Judge in Zee Bangla reality show named Sa re ga ma pa)
সম্প্রতি বাদশার গেন্দা ফুল গান খুবই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে (Badshah Genda phool song)। এই গানের বাংলা ভার্সন গাইতে শোনা গেছে তাকে। এই গানে তার সঙ্গে তবলায় সঙ্গ দিয়েছেন বিক্রম ঘোষ। গান করার পাশাপাশি ভিডিওতে ছিলেন তিনি। তার অন্যান্য গানের মধ্যে প্রাক্তন সিনেমার গান – তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর, খুবই উল্লেখযোগ্য। এছাড়াও তিনি কিছুদিনের মধ্যেই পণ্ডিত অজয় চক্রবর্তীর ছেলে অঞ্জনের সঙ্গে একটি নতুন গান গাইতে চলেছেন, এই গান মুক্তি পাবে আগামী একুশে অক্টোবর ইমনের ইউটিউব চ্যানেলে। তার এই নতুন গান শোনার জন্য খুবই আগ্রহী তার অনুগামীরা।