খবরজীবনযাত্রাসর্বশেষ

চার দেয়ালের মধ্যেই নিজেকে রাঙিয়ে তুলুন নতুন পোশাকে

এবারের পূজো কেমন যেন অন্যরকম। নয় নয় করে সকলেরই কমবেশি জামাকাপড় হয়েছে। কিন্তু পুজোতে বেরোনো নিয়ে এখনও সকলের মনে এত সংশয় থেকে যাচ্ছে। গত বছরের মতো এ বছর কি স্বাধীনভাবে ঘোরাফেরা সম্ভব? বাইরে না বেরোনোর জন্য বারবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তা শুনে আরো বেশি মন খারাপ হয়ে যাচ্ছে বাঙ্গালীদের। তবে বাড়িতে বসেই কেটে যাবে পুরো পুজো? জামা কাপড় কি তাহলে আলমারিতেই পড়ে থাকবে? তা কেন, বাড়িতে বসেই একটি তালিকা তৈরি করে নিন, আর জেনে নিন পুজোর চার দিন কিভাবে নতুন করে সেজে উঠবেন। (Attractive dress to spend the Durga Puja 2020 within four walls)

ষষ্ঠী: ষষ্ঠীর দিন আপনি অবশ্যই পড়তে পারেন লেহেঙ্গার সঙ্গে শার্ট। একেবারে অন্যরকম কম্বিনেশন হলেও দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। লেহেঙ্গা টা যদি খুব ঝলমলে হয়, তাহলে তার সঙ্গে পড়ুন প্লেইন শার্ট। পড়ে যতটা না আরাম লাগবে, তার থেকেও বেশি ভালো লাগবে আপনাকে। কানে একটি ঝোলা দুল পড়ে বেরিয়ে পড়ুন। (Lehengar sathe shirt porun plain shirt in Sasthi)

সপ্তমী: সপ্তমীতে পড়তে পারেন লম্বা জ্যাকেটের সঙ্গে পালাজো। যেহেতু এখন ততটা শীত পড়ে যায় নি, তাই পালাজা পড়লে বেশ আরাম লাগবে আপনার। ক্রপ টপের এর সঙ্গে লম্বা জাকেট, আর তার সাথে পালাজো। সব মিলিয়ে আপনাকে কিন্তু অসাধারণ দেখতে লাগবে (Wear long jacket, crop top with palajo in saptami)।

srabanti in beautiful durga puja dress
দূর্গা পূজার সাজে সুন্দরী অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (ফটো ক্রেডিট : অভিনেত্রীর ফেসবুক পেজ)

অষ্টমী: ঢিলেঢালা কাপ্তান ড্রেস পড়ে কিন্তু আপনি বেশ সুন্দর করে সাজাতে পারেন অষ্টমীর সাজ। এই ড্রেসে সবাইকেই মোটামুটি মানিয়ে যায়। সিল্ক অথবা সিফনের একটি কাপ্তান ড্রেস স্টাইল স্টেটমেন্ট তৈরি করার জন্য যথেষ্ট (Wear loose kaptan dress in astami)।

নবমী: আপনি যদি একটু অন্যরকম স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে চান, তাহলে ধুতি প্যান্ট এর সঙ্গে একটি শাড়ি পড়ে ফেলতে পারেন। কারণ যাই বলুন না কেন, শাড়ি না পড়লে কোন উৎসব সম্পন্ন হয় না। তাই সাদা ধুতি প্যান্ট এবং সাদা ক্রপ টপের সঙ্গে ঝলমলে একটি ফ্লোরাল প্রিন্টের শাড়ি পরে ফেললে আপনাকে দেখতে লাগবে অপূর্ব (You may wear dhuti pant and saree in navami )।

দশমী: দশমীতে আপনি যদি শারারা ড্রেস পরেন এবং তার সঙ্গে পড়েন চোকার। তাহলে কিন্তু আপনি ছিমছাম এর মধ্যে একটি স্নিগ্ধ লুক নিয়ে আসতে পারেন আপনার মধ্যে (put on sharara dress in dashami durga puja 2020)।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।