পর্ণশ্রীতে মেয়েকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু ঘটল বাবার
বেহালা পর্ণশ্রী এলাকার লোকজনের চোখের সামনে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। নিজের কন্যাকে বাঁচাতে গিয়ে মৃত্যু ঘটলো বাবার। আর সূত্র থেকে জানা গেল মৃত ব্যক্তির নাম সুভাষ পান্ডা। আর তার বাড়ি বেহালার পর্ণশ্রীর বিশালক্ষী তলা এলাকাতে। (Behala, Kolkata Death News : Father Subhash Panda passes away by saving his kid daughter from rooftop in Bishalakshmi Tala, Parnasree, Behala)
সূত্রমতে, শনিবার রাতের দিকে ছাদে উঠে মেয়ের সাথে খেলা করছিলেন। মূলত তিনি তার মেয়েকে ছুঁড়ে ছুঁড়ে উপরে দিচ্ছিলেন আর ধরছিলেন। এরকম করতে করতে হঠাৎ করে গন্ডগোল শুরু হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।
আর এর ফলে তার দেড় বছরের কন্যা ছাদ থেকে প্রায় পড়ে যাচ্ছিল। স্বাভাবিকভাবেই তিনি তার মেয়েকে কোনমতে ছাদের উপর দিয়ে দেন। ফলে বাচ্চাটি এ যাত্রা বেঁচে যায়। তবে সুভাষ বাবু কিন্তু আর নিজেকে রক্ষা করতে পারলেন না। তার পা ছাদ থেকে পড়ে যায়। আর তিনি নিচে পড়ে যান।
এই মর্মান্তিক দুর্ঘটনার সাথে সাথে শিশুর মা এবং আশেপাশের লোকজন ছুটে আসে। পুলিশকে খবর দেওয়া হলে তারাও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। স্থানীয় লোকজন জানালেন, ছাঁদের পাঁচিল খুব ছোট। আর ওই পাঁচিলের উপর কিংবা কার্নিশে গিয়ে মেয়ের সঙ্গে খেলতেন সুভাষ বাবু। আর তিনি রেলের কর্মচারী ছিলেন।
