খবরজীবনযাত্রাসর্বশেষ

কিভাবে আপনি আকর্ষণীয় হয়ে উঠবেন একজন নারীর কাছে – Somporko

আমাদের ভারতবর্ষে এমন একটি দেশ যেখানে খোলামেলা কথা বলা যায়না, বিশেষত যৌনতা নিয়ে। যৌনতা নিয়ে আমরা সকলেই ওয়াকিবহাল কিন্তু খোলামেলা কথা বলতে কোথাও যেন দ্বিধা বোধ করেন সকলেই। তবে ভারতবর্ষে মেয়েদের চাহিদা ও অন্যান্য দেশের থেকে অনেকটাই আলাদা। বলা ভালো, ছেলেদের থেকে মেয়েদের যৌন মিলনের চাহিদা অনেক বেশি। এই প্রতিবেদনে ভারতবর্ষের মেয়েরা আসলে সংগীর থেকে কি কি চায়? (Somporko tips How to be the man of your loved ones)

১) বাড়ির কাজ করার জন্য যেসব পুরুষরা মেয়েদের পাশে থাকে সেই সমস্ত পুরুষদের অনেক বেশি ভালোবাসেন ভারতীয় মহিলারা।
২) পছন্দের পুরুষের থেকে পর্যাপ্ত সময় পেলেই খুশি ভারতীয় মহিলা।
৩) পুরুষদের মধ্যে দায়বদ্ধতা অনেক বেশি পছন্দ করেন মহিলারা।

৪) পুরুষদের ভালোবাসার পরশ বেশি অনুভব করতে পারে মেয়েরা, তাই যে সমস্ত পুরুষেরা মন থেকে ভালোবাসে, তাদের বেশি পছন্দ করে মেয়েরা।
৫) যৌনতা নিয়ে খোলামেলা কথা বলা পছন্দ করেন ভারতীয় মহিলারা। (Bharotiyo mohila ra jounota nia kholamela kotha bolte valobashe)
৬) প্রত্যেক নারীর মন এবং শরীর বোঝার জন্য পর্যাপ্ত সময় প্রয়োজন, যাদের কাছে এই পরিমাণ সময় আছে, তারা বেশি প্রিয় হয় মহিলাদের কাছে।

৭) স্বাস্থ্য সচেতন পুরুষেরা অনেক বেশি পছন্দ ভারতীয় মেয়েদের।

৮) যে সমস্ত পুরুষেরা নিজের জীবনে প্রতিষ্ঠিত, তারাই সব সময় প্রাধান্য পায় মেয়েদের কাছে।

৯) যে সমস্ত পুরুষেরা সঙ্গিনীর কাজকে সম্মান করেন, তাদের মন থেকে ভালবাসতে পারে মেয়েরা।

১০) যে সমস্ত পুরুষেরা সুস্বাস্থ্যের অধিকারী হয়, যাদের গঠন আকর্ষণীয় হয়, তাদের প্রতি অনেক আকর্ষণ বেড়ে যায় মেয়েদের। (Kive apni apnar pochonder narir priyo patra hoe uthben)