খবরবিনোদনসর্বশেষ

নিজের প্রেমেই আত্মহারা বাংলার হার্টথ্রব নায়িকা স্বস্তিকা মুখার্জি

জীবন একটাই, তাই এই জীবনে খুব দরকার নিজেকে ভালোবাসার। নিজেকে সুখী না করতে পারলে জীবনে কাউকে খুশি করা যায় না। নিজেকে সময় দেওয়া, নিজেকে প্রতিদিন নতুন ভাবে খুঁজে পাওয়ার মধ্যে একটি আনন্দ লুকিয়ে রয়েছে। যে সমস্ত ব্যক্তি এরকম ভাবে নিজেকে খুঁজে পায়, তাদের মত ভাগ্যবান ব্যক্তি আর কেউ হয়না। এই রকমই একজন ভাগ্যবান ব্যক্তি হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। যিনি লড়াই করে নিজের জন্য বাঁচতে শিখেছেন। যিনি কোনোদিন কারোর কথার তোয়াক্কা করেন না। যিনি প্রতিদিন নিজেকে নতুন করে আবিষ্কার করতে পারেন। (Tollywood News : Swastika Mukherjee is in deep love with herself and it is a proof of her confidence)

আরো একবার এই কথা নিজে র সোশ্যাল হ্যান্ডেল জানালেন স্বস্তিকা মুখোপাধ্যায়। নতুন একটি ছবি পোস্ট করে জানালেন মনের কথা। ছবিতে একটি হ্যান্ডলুম শাড়ি পড়ে বসে থাকতে দেখা যাচ্ছে তাকে। ট্রাডিশনাল সাজে সেজেছেন তিনি। একেবারে অন্যরকম একটি লুক এনেছেন এই ছবির মাধ্যমে।

https://www.instagram.com/p/CJ1uM8iBnkh/

তবে নিজের কথা বলতে একেবারেই ভোলেননি স্বস্তিকা। বারবার সকলকে বলেছেন, সকলের আগে নিজেকে ভালবাসতে। প্রথম সারির নায়িকা হওয়ার পাশাপাশি টলিউডের সেক্সিয়েস্ট নায়িকা হলেন স্বস্তিকা। চরিত্রহীন সিরিজের শেষ পর্যায়ে দেখা গিয়েছে তাকে।আরো একবার রূপের যৌবনে সকলকে মাতিয়ে দিয়েছেন স্বস্তিকা। আরও একবার তার অভিনয় দেখার জন্য অপেক্ষা করেছিলেন তাঁর ভক্তরা।

actress swastika Mukherjee in a sizzling look
লাস্যময়ী স্বস্তিকা মুখোপাধ্যায় (ফটো ক্রেডিট: পিন্টারেস্ট এবং গুগোল)

১৯৮০ সালের 13 ই ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। সন্তু মুখোপাধ্যায় এর একমাত্র মেয়ে হলে স্বস্তিকা মুখোপাধ্যায়। দেবর্ষি নামক একটি টিভি সিরিয়াল দ্বারা তিনি প্রথম পদার্পণ করেন বাংলা টিভি ইন্ডাস্ট্রিতে। মস্তান নামক সিনেমাতে তিনি প্রথম লিড রোলে অভিনয় করেছিলেন। তারপর বাকিটা ইতিহাস। (Swastika Mukherjee father name – Santu Mukhopadhyay)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।