আবহাওয়াখবররাজ্যসর্বশেষ

ভারী বৃষ্টির সম্ভবনা পুজোয়- জানালো আবহাওয়া দপ্তর। বাঙালির আনন্দ ধুলোয় মিশতে পারে

করোনা পরিস্থিতিতে যে পুজোর আমেজ নষ্ট হয়ে গেছে তা ভাবতে বাকি নেই। বাঙালির দুর্গা উৎসব হলো সবচেয়ে বড় উৎসব। যতই পরিস্থিতি খারাপ হোক না কেন পুজো হবে না এটা কখনোই ভাবা যায় না। তবে করোনা পরিস্থিতিতে সমস্ত রকমের নিয়ম মেনেই এবার অনুষ্ঠিত হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। (Durga Puja is the best festival of Bengalis)

হয়তো বা সেই পুজোর পুরনো আমেজ থাকবে না, থাকবেনা একসাথে সবাই মিলে আনন্দ করার সুযোগ, হবে না প্রত্যেক বছরের মতো এ বছরের প্যান্ডেল হপিং প্রক্রিয়া। তবে এই রকম পরিস্থিতিতে ছোট করে হলেও যে পুজো হবে সেটাই অনেকেই মনে করছেন আনন্দের ব্যাপার। (Pandal hopping)

rain shower in durga puja
দুর্গাপূজাতে বৃষ্টির ঘনঘটা হতে পারে

এমনিতেই পুজোর আমেজ নেই বললেই চলে কারন, পরিস্থিতিটাই যে এই রকম, তবে সকল বাঙ্গালীর মনে একটাই আনন্দ যে মা আসছেন।

পুজোর আর কটা দিন বাকি মাত্র। এর মধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়ে দিল পুজোয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানান বর্ষাকাল শেষ হলেও বর্ষা এখনো আমাদের এই রাজ্য থেকে যায়নি, সুতরাং বৃষ্টি হওয়ার একটা সম্ভবনা রয়ে গেছে। ( Weather Forecast from Alipore Meteorological Dept : Heavy rain may occur in Durga Puja 2020)

জানা গেছে যে ২৯ তারিখে বঙ্গোপসাগরে নতুনভাবে তৈরি হবে এক নিম্নচাপ এবং যার ফলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে প্রচুর। এই নিম্নচাপের প্রভাব পড়বে উড়িষ্যা উপকূল ছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে।

জানা গেছে পূজোর কটা দিন অর্থাৎ ২১ থেকে ২৬ তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং এমনিতেই করোনা পরিস্থিতির কবল থেকে মানুষ রেহাই পায় না , তার ওপর পুজো আসলেও পুজোর আমেজ নষ্ট করার জন্য এসে পড়েছে এই বৃষ্টি। (আগামীকালের আবহাওয়া- tomorrow weather update 21 to 26 October)

শেষ পর্যন্ত বাঙালির আনন্দ যে ধুলোয় মিশে যেতে চলেছে সেটা ভাবতে আর বাকি নেই।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।