পারফেকশনিস্ট আমিরের মেয়ে ইরা এবং পুত্র আজাদের মিষ্টি ছবি ভাইরাল হলো
দীপাবলি উৎসব শেষ হয়ে গিয়েছে কয়েকদিন হল। তবে সেই উৎসবের রেশ কিন্তু সোশ্যাল মিডিয়ার ওয়ালে আপনারা দেখতে পাবেন। আর সাধারণ মানুষের মতো বিভিন্ন সেলিব্রিটিরাও দেওয়ালির বিভিন্ন প্রকার ফটো এবং তাদের বিভিন্ন আনন্দঘন মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন। আমির খানের কন্যা এরাও তার ব্যতিক্রম নন। (Bollywood Xossip : Sweet photo of Aamir daughter Ira Khan and son Azad Rao Khan storms the internet)
আমির খানের মেয়ে ইরা খান অনেকগুলো ফটো শেয়ার করেছিলেন। আর তার মধ্যে একটি ফটো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেট দুনিয়ার প্রত্যেকে ওই ফটো শেয়ার করতে থাকে এবং বিভিন্ন প্রকার কমেন্টস এবং রিয়্যাকশন দিতে থাকে। প্রকৃতপক্ষে, ইরা খান আমির খানের দ্বিতীয় বউ অর্থাৎ তার সৎ মা কিরণ রাওয়ের পুত্র আজাদের সঙ্গে একটি মিষ্টি ফটো শেয়ার করেন। (Ira Khan, the step daughter of Kiran Rao, the 2nd wife of Aamir)
আর এই ফটোতে ভাই-বোনের এক আদরে মুহূর্তের চিত্র দেখতে পেল সাধারণ জনগণ। সেখানে দেখা গেল খুদে আজাদ তার ছোট হাত দিয়ে দিদিকে কিছু একটা খাওয়াচ্ছে। আর লক্ষ্য লক্ষ্য অনুরাগীরা ওই ফটো মুহূর্তের মধ্যে পছন্দ করে ফেলে। তাদের মনে দাগ কেটে যায় এই ফটোটি দেখে।

দীপাবলি উৎসব এর উপলক্ষে ইরা কমলা সিল্কের শাড়ি পরিধান করেন। আর এই বেশে তাকে অসাধারণ লাগছিল। অবশ্য ফটো শেয়ার এর মাধ্যমে বনফায়ার এবং দীপাবলীর অনুষ্ঠানের অসাধারণ মুহূর্তের কথা পোস্ট করেন ইরা। অন্যদিকে, তিনি তার ভাই জুনেইদ এর জন্য ভাইফোঁটার স্পেশাল পোস্ট করেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ইরা তার ছোটবেলা অর্থাৎ ১৪ বছর বয়সে ঘটে যাওয়া যৌন হেনস্তার কথা সবার সামনে তুলে ধরেন। তিনি ভীষণ মানসিক সমস্যার মধ্য দিয়ে কাটাচ্ছিলেন বলে জানান। তাছাড়া তার এই মানসিক টানাপোড়েন থেকে তার বাবা মা তাকে রক্ষা করেছে বলে জানান। অপরদিকে তার বাবা আমির এবং মা রিনা দত্তের বিচ্ছেদ নিয়েও কথা বলেন। এখানে একটা কথা দর্শকদের জানিয়ে রাখি, ২০০২ সালে আমির খান এবং রিনা দেবীর মধ্যে ডিভোর্স হয়ে যায়।