খবরদেশসর্বশেষ

বৃহস্পতিবার হতে চলেছে ব্যাংক ধর্মঘট যার, ফলে ব্যাংকের পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল যে, বৃহস্পতিবার হয়তো কোনো রকম ধর্মঘট হতে পারে কিন্তু কেউ নিশ্চিত ছিলেন না,তবে অবশেষে আনুষ্ঠানিকভাবে ‘অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন’ ঘোষণা করলেন যে আগামী ২৬ শে নভেম্বর দেশজুড়ে হবে ধর্মঘট। এই ধর্মঘটের কারণ হলো কেন্দ্র সরকার যে জনবিরোধী শ্রমনীতি করেছেন তার প্রতিবাদ করার জন্য। (News Nation : Tomorrow Thursday bank service may hamper as bank strike Bandh protesting against the new Farm BIll 2020)

খবর সূত্রে জানা গেছে যে, ২৬ শে নভেম্বরে যে ধর্মঘট ডাকা হয়েছে তাতে যোগ দেবেন বিভিন্ন রিজার্ভ ব্যাংকের কর্মচারীরা, সেইজন্যেই ব্যাংক যে বন্ধ থাকবে সেটা বিষয়ে সকলেই নিশ্চিত হতে পেরেছেন।

খবর সূত্রে জানা যায় যে, কেন্দ্রের দশটি ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটের যোগ দিতে চলেছেন । একটি বিবৃতিতে ব্যাংক কর্মচারীরা জানিয়েছেন যে, কৃষক এবং শ্রমিকদের দাবি সেটা অবশ্যই পূর্ণ করা উচিত এবং যার জন্যই এই ধর্মঘটে সামিল হচ্ছে।

ফিক্স ডিপোজিট সহ অন্যান্য ব্যবস্থা গুলিতে সুদের পরিমাণ দিনের পর দিন যেন একেবারে শুন্য হয়ে এসে থেমেছে। এই সুদের পরিমাণ এতটাই কম যেটা কারোরই কোনো কাজে লাগার মতো নয়। এখন বিভিন্ন ব্যাংকের কর্মচারীরা এই আন্দোলনে যোগদান করছেন আশা করা যাচ্ছে যে অন্যান্য যে ব্যাঙ্কগুলি রয়েছে সেগুলো এই ধরনের পথ অবশেষে বেছে নেবেন বলে মনে করা হচ্ছে।

যে সমস্ত মধ্যবিত্ত এবং প্রবীণ নাগরিক রয়েছে যাদের হয়তো সুদের ওপরই মাসে হাফ দিনেরও বেশি চলে সেই সমস্ত মানুষদের জন্য কমে যাওয়ার ফলে হয়ে যাচ্ছে বিশাল সমস্যা।

এস বি আই ব্যাংকের সুদের অবস্থায় এসে দাঁড়িয়েছে ২.৯ শতাংশে। সাধারণভাবে মোদি সরকার যে সমস্ত কৃষক-শ্রমিক এবং দেশের অর্থনীতির ওপর যে প্রভাব ফেলছে সেগুলোর জন্য এই আন্দোলন করা হচ্ছে।

Tomorrow Thursday bank service may hamper as bank strike Bandh
বৃহস্পতিবার হতে চলেছে ব্যাংক ধর্মঘট যার, ফলে ব্যাংকের পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।