খবরজীবনযাত্রাসর্বশেষ

Holi Utsab 2021 :কেন আজ পালন হবে ন্যাড়াপোড়া, পড়ুন সেই পৌরাণিক কাহিনী

আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা। তারপরে হবে আমাদের সব থেকে প্রিয় উৎসব দোল উৎসব। বলে ঠিক পরেরদিন অনুষ্ঠিত হয় হোলি। দোল উৎসবের ঠিক আগের দিন পালন করা হয় ন্যাড়াপোড়া। এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা সূচনা করি দোল উৎসবের। (Holi Utsab 2021 : Why Bengali people performs Nera Pora before Holi)

তবে কিভাবে তৈরি হলো এই ন্যাড়াপোড়া উৎসব।আজকেই প্রতিবেদন এর সাহায্যে জেনে নেব সেই কথা।পুরান মতে কথিত রয়েছে যে, অত্যাচারী রাজা হিরণ্যকাশিপু কোন ভগবানকে সহ্য করতে পারতেন না। তিনি চাইতেন যে তাদের প্রজারা শুধুমাত্র তাকেই আরাধনা করুক। প্রজাদের উপর ভীষণ ভাবে অত্যাচার করতেন তিনি। তার ভয়ে প্রজারা কোন কথা বলতে পারতো না।

তবে এমনি ভাগ্যের ফের যে, তার ছেলে প্রহ্লাদ ছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। অত্যাচারী বাবার নির্দেশ কখনোই মানতেন না তিনি। বাবার আদেশ অমান্য করেই তিনি বিষ্ণুর আরাধনা করতেন সব সময়। (Keno aaj bosonto utsab er aga nera pora kora hoy)

হিরণ্যকশিপু একমাত্র ছেলের এই বিষ্ণু দেবীর আরাধনা কিছুতেই মেনে নিতে পারেনি। স্বাভাবিকভাবেই নিজের কাছে ছোট হয়ে যাচ্ছিলেন তিনি।কিন্তু একমাত্র পুত্রের জন্য তিনি কিছুতেই হেরে যেতে রাজি নন।

তাই একদিন তিনি সিদ্ধান্ত নেন যে তার ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া হবে।প্রহ্লাদ কে তার বোন হোলিকার কোলে বসিয়ে তিনি দুজনের গায়ে আগুন লাগিয়ে দেন।কিন্তু অস্বাভাবিক ভাবে ভগবান বিষ্ণুর আশীর্বাদে প্রাণ ফিরে পান প্রহ্লাদ।কিন্তু প্রহ্লাদ বেঁচে গেলেও হোলিকা কে বাঁচানো যায়নি। আগুনের মধ্যে পড়ে যায় রাক্ষসী হোলিকা।

বোনের মৃত্যুর পর আরও বেশি অত্যাচারী হয়ে ওঠেন রাজা হিরণ্যকাশিপু। কিন্তু তাকে কিছুতেই থামানো যাচ্ছিল না কারণ ভগবান ব্রহ্মার বর পেয়ে নিজেকে অমর করে নিয়েছিলেন তিনি। তাকে জলে-স্থলে কোনো নারী অথবা পুরুষ মারতে পারত না। তাই দুষ্টের দমন করার জন্য অবশেষে ভগবান বিষ্ণুর নরসিংহ রূপে অবতরণ করতে হলো।নিজের থাই-এর উপর রেখে হিরণ্যকশিপু কে হত্যা করলেন নরসিংহ।

সেই থেকে আজও আমাদের দেশে পালিত হয় ন্যাড়া পড়ানেড়া পোড়ার উদ্দেশ্য হলো সমস্ত অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির জয় করা। হিন্দু পঞ্জিকা অনুসারে, প্রতিবছর ফাগুনি পূর্ণিমা রাতে ন্যাড়াপোড়া অনুষ্ঠিত হয়। চলতি বছরে দোল পূর্ণিমা অনুষ্ঠিত হবে কাল অর্থাৎ রবিবার অর্থাৎ ২৮ শে মার্চ, ১৪ ই চৈত্র ১৪২৭।

যুগ যুগ ধরে সারা দেশে ভিন্ন ভিন্ন নামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। নেড়া পোড়ার পর সেই ছাই শরীর এবং কপালে চুইয়ে নেবার রীতি রয়েছে অনেক জায়গায়। এইভাবে শুভ শক্তির কাছে অশুভ শক্তিকে ধ্বংস করার রীতি চলে আসছে বহু বছর ধরে।

why bengali people performs nera pora before holi
Holi Utsab 2021 :কেন আজ পালন হবে ন্যাড়াপোড়া, পড়ুন সেই পৌরাণিক কাহিনী