খবরজীবনযাত্রাসর্বশেষ

চাণক্যের এই কথাগুলি মেনে চললে সবার থেকে পাবেন সম্মান ও প্রশংসা

চাণক্য তৎকালীন সমাজের একজন সুপন্ডিত এবং প্রকৃত শিক্ষক ছিলেন। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছিলেন এবং পরবর্তী সময়ে তিনি সেখানকার শিক্ষক হিসাবে নিয়োজিত করেছিলেন নিজেকে। তার বলা উক্তি আজও বিংশ শতাব্দীতে সমানভাবে গ্রহণযোগ্য বলে মনে করা হয়। তিনি জীবনে চলার পথে কিছু উপদেশ মানুষকে দিয়ে গিয়েছিলেন যা মেনে চললে আজও আপনার উপকার হবে। চলুন আজকে জেনে নি,জীবনে চলার পথে চাণক্য নীতির কোন উপদেশ গুলো যদি আপনি মেনে চলেন তাহলে জীবনে আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবেনা। (Lifestyle Tips : If you follow these Chanakya Rules Niti you will get respect and praise)

কাজই পূজা: চাণক্য বলেছেন, কাছ থেকে মানুষ সম্মান অর্জন করতে পারে। যদি আপনি নিজেকে সবার থেকে আলাদা করে দেখতে চান তাহলে আপনাকে কতকগুলো বিষয়ে আগে মাথায় রাখতে হবে। যে কোন মানুষকে তার কাজের মাধ্যমে সম্মান এবং ভালোবাসা অর্জন করতে হয়। ফলে যে ব্যক্তি নিজের মধ্যে ভাল গুন জাগ্রত করতে পারে,সে ভবিষ্যতে সফল ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করতে পারে।

নিজের প্রশংসা শোনার অভ্যাস ত্যাগ করুন: চাণক্যের মত অনুযায়ী, যে সমস্ত ব্যক্তিরা নিজের প্রশংসা শোনার জন্য কাজ করে থাকেন, তারা কখনো ভালো কাজে লিপ্ত হতে পারেন না। কিন্তু যে সকল ব্যক্তি শুধুমাত্র নিঃস্বার্থ ভাবে অন্যের উপকার করে, তারাই একমাত্র প্রশংসার যোগ্য হয়।

কাউকে ছোট ভাববেন না: প্রত্যেক মানুষ কোনো না কোনো যোগ্যতার অধিকারী হন। কখনো কাউকে ছোট মনে করা উচিত নয়। সবার কাজের সমান যোগ্যতা থাকে। যে ব্যক্তি নিজেকে প্রতিভাবান এবং যোগ্য মনে করেন তারা প্রকৃত সন্ধান থেকে বঞ্চিত হয়ে থাকেন।

চাণক্যের এই কথাগুলি যদি আপনি মনে করে জীবনে চলেন তাহলে আপনি সর্বগুণ সম্পন্ন হতে পারবেন এবং সবার থেকে সমান প্রশংসার অধিকারী হবেন।

If you follow these Chanakya Rules Niti you will get respect and praise
চাণক্যের এই কথাগুলি মেনে চললে সবার থেকে পাবেন সম্মান ও প্রশংসা

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।