খবরভাইরালরাজনীতিসর্বশেষ

“আমার জীবনের শেষ ইলেকশন এটা”- কেন বললেন নীতিশ কুমার ?

Bihar Election 2020 : আজকে বিহারে দ্বিতীয় দফার ভোট ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আর্থিক শেষ মুহূর্তে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এক আশ্চর্য ধরনের অ্যানাউন্সমেন্ট করলেন। তিনি জানালেন যে, এই নির্বাচন তার জীবনে হতে চলেছে শেষ ইলেকশন। তবে তার ঘনিষ্ঠ ব্যাক্তিগন জানালেন যে, এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত এই ইলেকশনে তার শেষ মিটিং এর কথা বোঝাতে চেয়েছেন। (Why Bihar chief minister Nitish Kumar says this is the last election of my life)

মূলত আজকে তার জেডিইউ বা জনতা দল ইউনাইটেড এর এক প্রার্থী যিনি পূর্ণিয়াতে দাঁড়িয়েছেন তার জন্য ক্যাম্পেইনিং করছিলেন। আর সেখানেই তিনি হঠাৎ করে বললেন,”This is the last day of election. আজকের দিনের পরে নির্বাচন শেষ হয়ে যাবে এবং এটা আমার শেষ নির্বাচন। আন্ত ভালা তা সাব ভালা অর্থাৎ শেষ ভালো যার সব ভালো।” (Bihar CM Nitish Kumar is campaigning for Janata Dal United JDU candidate in Purnia, Bihar)

স্বাভাবিকভাবেই তার এই মন্তব্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সারা ভারত জুড়ে। প্রত্যেকে এই ব্যাপারটি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গাতে শেয়ার করতে থাকে। অনেকে আবার এই ব্যাপারটিকে তার নির্বাচনী প্রচার এর এক নতুন ফন্দি বলে অভিহিত করেছেন। তবে তার দলের পক্ষ থেকে সেই দাবিগুলোকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। (Bihar 3rd phase election date 2020 is 7 November, 2020)

অনেকে দাবি করছেন যে, অতীতে তিনি নাকি এই ধরনের কাজ করেছেন। তিনি নাকি অতীতে এরকমভাবে মানুষকে ইমোশনালি চালিত করে দুর্দান্তভাবে ভোটের ক্যাম্পেইন করে ছিলেন।

অপরদিকে, আরজেডি বা রাষ্ট্রীয় জনতা দল এর মুখ্য লালু যাদব জানালেন,”তার বক্তব্যগুলো একবার শুনে দেখুন। আপনি কি কখনো এরকম ন্যায়নীতিবোধহীন মানুষকে দেখেছেন।” (RJD Rashtriya Janata Dal Chief – Lalu Yadav)

মূলত সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে গিয়েছে। আরে সেখানে বিহারের মুখ্যমন্ত্রী বিজেপির কাছে জানাচ্ছেন,”আমি এ যাত্রায় উতরে যাই বা না যাই, আর পার্টনারশিপ সম্ভব নয়। এ অধ্যায়ে খতম।” মূলত এই ভিডিও ক্লিপ এর পরেই এই ঘটনাটা নিয়ে দেশ উত্তাল হয়ে ওঠে।

প্রসঙ্গত, পূর্বে নীতীশ কুমারের দল আরজেডি এবং কংগ্রেসের সাথে জোটবদ্ধ হয়ে ছিলেন। তবে 2013 সালে তিনি আরজেডি এবং কংগ্রেস থেকে জোট ছিন্ন করে বিজেপি দলের শরিক হন।

Why Bihar chief minister Nitish Kumar says this is the last election of my life
“আমার জীবনের শেষ ইলেকশন এটা”- কেন বললেন নীতিশ কুমার ? (Credit : Facebook)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।