কোন গোপন কারণে ডিভোর্সের পরও পুরনো সঙ্গীর কাছে শরীরের জ্বালা মেটান ?
ব্যস্ত জীবনে আমরা অনেকটাই একা হয়ে যাচ্ছি। আগের মত একান্নবর্তী পরিবারে আমরা আর বাস করি না। নিউক্লিয়ার ফ্যামিলিতে সকলেই ব্যস্ত থাকার ফলে একে অপরকে সময় দেওয়ার পরিমাপ কমে আসছে। তার মধ্যে স্মার্টফোনের দৌলতে আরো বেশি আমরা একাকী হয়ে গেছি। নানা কারণে মনের মিল না হওয়ার কারণে অনেক দম্পতি আলাদা থাকার সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন নিমেষেই। তবে অনেকেই আছেন যারা আলাদা হয়ে যাবার পরেও শারীরিক সম্পর্ক বজায় রাখছে নিজেদের মধ্যে। (Why husband wife come closer even after divorce – relationship tips Bangla)
মনোবিদদের মত অনুযায়ী কিন্তু এর পিছনে অনেকগুলো কারণ আছে। (Somprko tips – kon gopon karone bicched hobar por sorirer jala chahida metate purono songier kache ese jouno milon koren oneke)
১. ডিভোর্স অথবা ব্রেকআপ হয়ে গেলে পুরনো কথা মনে পড়ে অনেকের। অনেকেই আবার দায়িত্ব এবং কর্তব্য হীন সম্পর্ক গুলোকে উপভোগ করতে চায়।
২. বিচ্ছেদের পরে আমরা অনেকেই নতুন সঙ্গীকে খুঁজে পাইনা। শারীরিক চাহিদা অক্ষুন্ন থাকার কারণে অনেকেই পুরনো সঙ্গীর কাছে ফিরে আসে।
আরো পড়ুন, “ভারতীয়রা আমার পানু ভিডিও চুরি করছে। ওরা অসভ্য”- রিনি গ্রেসি।
৩. মনের দিক থেকে মিল না পেলেও বিছানায় আনন্দ দিতে পারেন, এরকম স্বামী অথবা স্ত্রীর কাছে ফিরে যেতে চান সঙ্গী।
৪. বিচ্ছেদের পরেও যদি তাকে অপরের কাছে প্রেমিক প্রেমিকা হিসেবে ফিরে আসতে চান, তাতে কোনো আপত্তি দেখতে পান না মনোবিদরা।