খবরজীবনযাত্রাসর্বশেষ

এই কটা জিনিস মেনে চললে, বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়বে না – Relationship Tips Bangla – Somporko

অনেককেই বলতে শোনা যায় যে, প্রেম এবং বিয়ের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। বাস্তব জীবনেও কিন্তু একেবারেই সত্যি এ কথা। সংসার জীবন অতি জটিল বস্তু। এই জীবনে একবার প্রবেশ করলে, দায়িত্ব এবং কর্তব্যের ঘেরাটোপে নিজেকে নিয়োজিত করে দিতে হয়।প্রেম চলাকালীন অনেকেরই অনেক স্বপ্ন থাকে বিয়ে নিয়ে, বিয়ের পর কোন বিষয়ে কোনো বাধার সম্মুখীন হতে হবে না তাদের, তবে এই সমস্ত বিষয় পরবর্তীকালে ম্লান হতে থাকে। (365 Reporter Somporko Tips Bangla : How to maintain healthy relationship between husband wife)

বিবাহ নিয়ে এমন কটি উত্তেজনা থাকে যা, পরিপূর্ণ না হলে প্রথম থেকেই মনোমালিন্য তৈরি হতে পারে দুজনের মধ্যে। আসুন আজকে জেনে নিন এমন কয়েকটি দাবি, যা যেকোন পরিমাণে আপনাকে পূরণ করতে হবে। (Swami – stri – bor – bou er moddhe modhur samparko bojay rakhar upay)

বিয়ে এবং ফুলশয্যার রাত : বিয়ের প্রথম থেকেই মানুষের মধ্যে একটি উত্তেজনা কাজ করে। শপিং থেকে প্ল্যানিং সবকিছুই থাকে তুঙ্গে। সবশেষে ফুলশয্যার রাতে নিয়ে আলাদা একটি উত্তেজনা কাজ করে দুজনের মধ্যেই। তবে সারাদিনের ব্যস্ততার পর অনেকেই আছেন যারা ফুলশয্যার রাতে ঘুমিয়ে পড়েন। যদিও এটি কাউকেই দোষ দেওয়া যায় না, সারাদিনের ক্লান্তি থাকার পর বিছানায় শোয়ার পরে ঘুমিয়ে পড়েন অনেকেই। কিন্তু এই কাজটি একেবারেই করলে চলবে না।

বিয়ের পর একে অপরকে ভালো করে চেনা যায় : অনেকেই ভাবেন যে বিয়ের পর একে অপরকে খুব ভালো করে চেনা সম্ভব। কিন্তু পরবর্তীকালে একে অপরকে সময় দিতে পারেনা এমন অনেক মানুষকে দেখতে পাওয়া যায়। তাই বিয়ের পর বেশিরভাগ সময় সঙ্গী অথবা সঙ্গিনীর সঙ্গে কাটানোর চেষ্টা করুন। একে অপরের সঙ্গে অন্তরঙ্গতা এবং বন্ধুত্ব তৈরী করার চেষ্টা করুন।

একে অপরকে সময় দিন : বিয়ের পর চেষ্টা করুন কোথাও একসাথে দুজনে ঘুরতে যাবার। একসাথে ঘুরতে গেলে একে অপরের প্রতি বোঝাপড়ার পাশাপাশি আসে দায়িত্ব। ফলে দূরত্ব অনেকটাই কমে গিয়ে বন্ধুত্বপূর্ণ ভালোবাসা তৈরি হয়।

যৌনতা একঘেয়ে লাগে : প্রথম থেকেই মনে হয় যেন,বিয়ের পর হয়তো প্রতি রাত রঙিন হয়ে উঠবে। কিন্তু কিছুদিন পর সে সব যেন একঘেয়ে লাগতে শুরু করে। অনেকেই আছেন যারা, বিয়ের কিছুদিন পর নিজেদের মধ্যে আর যৌন আনন্দ খুঁজে পায়না। কোন নতুনত্ব খুঁজে পায় না নিজেদের মধ্যে। এইভাবে চললে কিন্তু অশান্তি বাড়বে বৈ কমবে না। তাই চেষ্টা করতে হবে প্রতি সময় নিজেদের মধ্যে নতুনত্ব তৈরি করার।

ইচ্ছা কমে যায় : দায়িত্ব কর্তব্য বাড়ার সঙ্গে সঙ্গে যৌন ইচ্ছা কমে যায় বহু মানুষের। বিশেষত সন্তান জন্ম নেবার পর তাকে সময় দিতে গিয়ে নিজেদের সময় দেওয়া হয় না।নিজেদের যৌন জীবনকে কিভাবে আরও আকর্ষণীয় করে তুলতে হবে, তা নিয়ে চিন্তাভাবনা করতে হবে নিজেকেই। না হলে খুব তাড়াতাড়ি স্বামী এবং স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়ে যায়।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।