খবরসর্বশেষ

কনেকে ছেড়ে বর পালালো অন্য মেয়ের সাথে, কনে বিয়ে করল এক নিমন্ত্রিতকে

বিয়ে, জন্ম এবং মৃত্যু সবকিছুই ভাগ্যকে নির্ধারণ করে হয়ে থাকে সুতরাং আমরা চাইলেও পারব না পাল্টাতে। বিয়ে ইচ্ছা মত যাকে খুশি করা যায় এরকম হয় না সেটাই এবার প্রমাণ হয়ে গেল কর্নাটকের একটি ঘটনাকে কেন্দ্র করে। বিয়ের মন্ডপে হবু বউ অপেক্ষা করছে বরের অথচ বর পালিয়ে গেছে অন্যএকটি মেয়ের সাথে এই রকম অবস্থাতেই সেই বিয়েতে আসা এক নিমন্ত্রিত কেই বিয়ে করে নিল সেই হবু বউ। (Chikmagalur, Karnataka News : bridegroom escapes with another girl and bride marries an invited guest)

খবর সূত্রে জানা গেছে যে, কর্নাটকের চিকমাগালুর জেলার তারিকেরে তালুকে জায়গাটিতে বিয়ের অনুষ্ঠান ছিল নবীন এবং সিন্ধুর। বিয়ে হওয়ার কিছু ঘণ্টা আগেই নবীন তার এক বান্ধবীকে নিয়ে পালিয়ে গেল, কারন তার বান্ধবী নবীনকে জানিয়েছিল, সে যদি অন্য কোন মেয়েকে বিয়ে করে তবে বিষ খেয়ে সে আত্মহত্যা করবে।

এই হুমকির পর এই বান্ধবীকে নিয়ে নবীন পালিয়ে যায়। অন্যদিকে বিয়ের মন্ডপে অপেক্ষা করতে থাকে হবু বউ সিন্ধু। হবু বর না এসে পৌঁছানোর জন্য পরিস্থিতি হয়ে যায় বিপদজনক। এই সময় ওই অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে আসে এক ব্যক্তি। সেই ব্যক্তিকে সিন্ধুর বাড়ির তরফ থেকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়া হয়। নিমন্ত্রণ খেতে আসা সেই ব্যক্তির নাম চন্দ্রাপ্পা, পেশায় তিনি বিএমডিসির কন্ডাক্টর।

সৎপাত্র হাতের কাছে পেয়ে বিয়ে দিয়ে দেন সিন্ধুর সাথে চন্দ্রাপ্পার। চন্দ্রাপ্পাকে বিয়ের জন্য সিন্ধুর পরিবার থেকে প্রস্তাব দিলে তিনি হ্যাঁ বলে দেন। এরপরে সিন্ধু এবং চন্দ্রাপ্পার বিয়ে হয়ে যায়। সিন্ধু পেশায় একজন চিকিৎসক।

bridegroom escapes with another girl and bride marries an invited guest
কনেকে ছেড়ে বর পালালো অন্য মেয়ের সাথে, কনে বিয়ে করল এক নিমন্ত্রিতকে (প্রতীকী ফটো)

সিন্ধুর বিয়ে হওয়ার কথা ছিল নবীনের সঙ্গে। যে ছিল পেশায় বিভিন্ন সংস্থার কনসালটেন্ট। অন্যদিকে সিন্ধুর বিয়ে হল বাস কন্ডাক্টর সাথে সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে বিয়ে ব্যাপারটা সবকিছুই ভাগ্যের উপর নির্ভর করে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।