দেশসর্বশেষ

দুশ্চিন্তায় আত্মহত্যা এক নিট পরীক্ষার্থী‌র, জল্পনা শুরু তামিলনাড়ুতে

তামিলনাড়ুর এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা জল্পনা উসকে দিল নিট পরীক্ষা নিয়ে। মৃত পরীক্ষার্থী বাবা অভিযোগ করে জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই দুশ্চিন্তায় ছিলেন তার ছেলে। তার জেরেই আত্মঘাতী হয়েছে সে (National Eligibility cum Entrance Test- NEET candidate killed himself due to anxiety )। এই ঘটনার পরেই তামিলনাড়ুর একাধিক রাজনৈতিক দল পরীক্ষা বাতিলের দাবি তুলেছে। ১৯ বছর বয়সী পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় কুয়োর মধ্যে থেকে।

জানা গিয়েছে, ১৩ তারিখ পরীক্ষা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন ভিগ্নেশ নামের ওই পড়ুয়া। সেই কারণেই আত্মঘাতীর ঘটনা ঘটিয়েছে সে (19 years old Vignesh, s/o Viswanathan commits suicide due to NEET anxiety)। যদিও এখনো পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। ভিগ্নেশের বাবা বিশ্বনাথনের পক্ষ থেকে জানা যায়, এর আগে দু’বার নিট পরীক্ষায় বসেছিল ভিগ্নেশ। কিন্তু ভালো ফল করতে পারেনি। ফলে পরীক্ষার ফল কেমন হবে সেই নিয়ে দুশ্চিন্তায় ছিল সে।

গতবছর কৃষি বিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ পেলেও এবছর নিট-এ বসার সিদ্ধান্ত নেয় এই পরীক্ষার্থী। এই ঘটনায় ছাত্রের দেহ উদ্ধারের পর গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি পরীক্ষা বাতিল করা হোক। এই ঘটনায় শোক প্রকাশ করে ডিএমকে প্রধান এম কে স্ট‍্যালিন জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার আর কবে নিট পরীক্ষা বন্ধ করবে? আর কতজনকে এভাবে আমরা হারাবো? একই সঙ্গে বাকি ছাত্র-ছাত্রীদের সাহসিকতার সঙ্গে পরীক্ষা মোকাবেলা করার পরামর্শ দিয়েছেন তিনি।

তামিলনাড়ু শাসক সরকার এআইএডিএমকে-ও নিট পরীক্ষার বিরোধিতা করেন কারণ তাদের মতে সর্বভারতীয় মেডিকেল পরীক্ষা সামাজিক বৈষম্যকে প্রশ্রয় দেয় (Tamil Nadu ruling Govt. AIADMK slams NEET exam )। কারন সমাজের পিছিয়ে থাকা এবং প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় অংশ নিতে পারেন না। গতবছর নিট পরীক্ষায় ৩৭০ নম্বর পেয়েও খরচ চালানোর মতো পরিস্থিতি না থাকার জেরে অনেক পরীক্ষার্থী মেডিকেল পড়ার সুযোগ পান নি। কিন্তু অনেকেই কম নম্বর পেয়ে অর্থের জোরে মেডিকেল পড়ার সুযোগ পান। সেই নিয়ে সরব হয়েছেন তামিলনাড়ু সরকার।

এই বছর করোনা মহামারীর জেরে বহু ছাত্র-ছাত্রী পরীক্ষা পিছিয়ে দেওয়ার আবেদন জানান। কিন্তু কেন্দ্র সরকারের তরফে সেই আবেদন খারিজ করে দেওয়ায় একের পর এক ঘটনা ঘটে চলেছে। আগামী ১৩ তারিখ নিট পরীক্ষা। তার আগে বিভিন্ন ঘটনায় সরকারকে বিঁধেছে বিভিন্ন বিরোধী দল। এরপর কি পদক্ষেপ নে‌ওয়া হয় সেদিকে তাকিয়ে পরীক্ষার্থীরা।