কলকাতাসর্বশেষ

করোনা হার মানলো ৪২ দিনের শিশুর কাছে

বাংলা তথা ভারতে যখন প্রতিদিন সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ঠিক সেই সময়ে মাত্র ৪২ দিনের এক শিশু‌র করোনা জয় অবাক করে দিয়েছে চিকিৎসক‌দের। জানা গিয়েছে, আগস্ট মাসের ২০ তারিখ শিশুটি জ্বর এবং পেটের সমস্যা নিয়ে বাইপাসের ধারে আমরি হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তার করোনা পরীক্ষা করে দেখেন শিশুটি কোভিড পজিটিভ।

এরপর পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় শিশুটি হার্ট অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল এবং নিউমোনিয়া হওয়ার কারণে ফুসফুসের অবস্থার অবনতি হয়। এরপর আট দিন তাকে ভেন্টিলেশনে পর্যবেক্ষণে রাখার পর আজ তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

রিপন স্ট্রিটের এই শিশুর পরিবারের কারোর করোনা সংক্রমণ ছিল না। তবে ৪২ দিনের এই শিশুর হৃদযন্ত্র এবং ফুসফুসের অবনতি চিন্তায় রেখেছিল ডাক্তারদের। অবশেষে শিশুর সুস্থতায় স্বস্তি মিলেছে বাইপাসের ধারে আমরি হাসপাতালে‌র চিকিৎসকদের মধ্যে।

মাত্র ৪২ দিনের এই শিশুর আরোগ‍্য লাভে নিশ্চিত তার পরিবারসহ আমরির চিকিৎসক‌রাও (42 days old infant baby defeats corona)। মাত্র কয়েকদিনের এই শিশু করোনা জয়ে নজির গড়েছে। যা নিয়ে ইতিমধ্যে সংবাদের শিরোনামে উঠে এসেছে এই শিশু।

এই খবরটি সর্বপ্রথম 365 রিপোর্টার বাংলা ওয়েবসাইটে প্রকাশ করা হলো। কলকাতার সমস্ত ধরনের খবর খুব শীঘ্র পাওয়ার জন্য এই ওয়েবসাইটটিকে বুকমার্ক করে রাখুন।