খবরদেশরাজনীতিসর্বশেষ

কৃষক নেতার ছেলে নবদীপের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা

কেন্দ্রের পাশ করার নতুন কৃষি আইন যাতে প্রত্যাহার করা হয় সেই নিয়েই আন্দোলন চলছিল আম্বালায়। কৃষকদের প্রতিবাদ করা বিক্ষোভ বন্ধ করে দেওয়ার জন্য সেখানকার পুলিশ আন্দোলনকারী কৃষকদের ওপর জলকামান ছোড়ে, সেই সময়ে কৃষক সংগঠনের নেতার ছেলে ওই পুলিশদের জলকামানের কলটি বন্ধ করে দেন,ফলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে খুন করার চেষ্টা করার মামলা রুজু করা হয়। (Farmer Protests in Ambala, Haryana. A case is filed against Navdeep Singh the son of a krisok leader)

কৃষক সংগঠনের নেতা জয় সিং এর ছেলে নবদীপ সিং। নবদীপ সিং এর এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে যায় এবং যেখানে দেখা যায় যে, কৃষকরা যখন আন্দোলন করছে সেই সময় পুলিশ জলকামান দিয়ে তাদের আন্দোলন ব্যাহত করার চেষ্টা চালাচ্ছিল, ঠিক সেইসময় নবদীপ সিং জলকামানের ওপর উঠে পড়ে এবং সেটি বন্ধ করে দেয়, ফলে জলকামান থেকে জল পড়া বন্ধ হয়।

নবদীপ সিং জানায় যে, সে পড়াশোনা করে এবং তারই মাঝে মাঝে অনেক সময় চাষের কাজ করেন। সে নিজেকে এই কাজের জন্য কখনোই অপরাধী মনে করে না। তার কথায়, ওই জলকামানে ছিল ভীষণ ঠান্ডা জল, এবং ঠান্ডা জল ছোড়া হচ্ছিল কৃষকদের ওপর। তাদের ভীষণ কষ্ট হচ্ছিল, এই জন্যেই সে ঐরকম কাজটি করতে বাধ্য হয়।

নবদীপ সিং বলেন যে, “কেন্দ্র যে জনবিরোধী আইনে পাস করেছেন সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার আমাদের সকলের রয়েছে। আমরা চেয়েছিলাম শান্তিপূর্ণভাবেই এই আইনের প্রতিবাদ করতে, কিন্তু আমরা যখন দিল্লিতে ঢুকতে গিয়েছিলাম তখন সেই দিল্লির সমস্ত রাস্তায় ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়”।

“পুলিশ এই আন্দোলন বন্ধ করতে চেয়েছিল কাঁদানে গ্যাসের শেল এবং জলকামানের মাধ্যমে, কিন্তু আমরা সেই আন্দোলনে অনড় থেকেছি”।

কেন্দ্রের এই কৃষি সংক্রান্ত আইনের বিরুদ্ধে কৃষক সংগঠনগুলির তরফ থেকে জানানো হয় যে, যতক্ষণ না এই আইন প্রত্যাহার করা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে থাকবে। নবদীপ সিংয়ের এইরকম কাজ করার জন্য যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে।

A case is filed against Navdeep Singh the son of a krisok leader
কৃষক নেতার ছেলে নবদীপের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা (Credit : instagram)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।