রাজ্যসর্বশেষ

খুনের পর মাঠে ফেললো ষষ্ঠ শ্রেণির বালকের লাশ, স্বীকার প্রতিবেশী কলেজ পড়ুয়ার

কিছুদিন পূর্বে জয়নগর থেকে ষষ্ঠ শ্রেণির এক বালক নিখোঁজ হয়ে যায়। গতকাল তার খোঁজ পাওয়া গিয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে অকালেই তাকে মেরে ফেলা হলো। এক মাঠে পাওয়া গিয়েছে তার লাশ। পুলিশের চাপে পড়ে সবকিছু গরগর করে স্বীকার করে দিলো প্রতিবেশী এক কলেজ ছাত্র( 12 years old child murdered in in Jaynagar, Uttarpara, South 24 Parganas, West Bengal)।

জানা গেল, গত শুক্রবারে জয়নগরের উত্তরপাড়ার 12 বছর বয়সী বালক তুষার চক্রবর্তী মাঠে খেলতে গিয়েছিল। এরপর সে নিখোঁজ হয়ে যায়। সারারাত ধরে তন্ন তন্ন করে খুঁজে খুঁজে করা হয় ওই নাবালকের পরিবারের তরফ থেকে। তা সত্ত্বেও ওই বালকে খুঁজে পেতে ব্যর্থ হয়। অবশেষে তারা পুলিশের কাছে পুরো ব্যাপারটা খুলে বলেন।

তবে পরদিন শনিবার সকালে ওই বালকের বাবার ফোনে একটি কল আসে। আরে সেখানে তার মুক্তিপণ দাবি করা হয়। ফোন করে বলা হয় যে, আপনার ছেলে তুষারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ছেলেকে বাড়িতে ফিরে পেতে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ফলে পরিবারের লোকজন আর বসে থাকতে পারেনি। তারা সঙ্গে সঙ্গে পুলিশের কাছে ব্যাপারটা খুলে বলে। এরপর পুলিশ পারিপার্শ্বিক এলাকা ধরে চিরুনি তল্লাশি শুরু করে দেয়।

পুলিশ প্রথমেই যে মোবাইল থেকে কল এসেছিল তার লোকেশন ট্র্যাক করে। আর তারা যে দেখতে পায় তা দেখে অবাক হয়ে যায়। তারা দেখেছে, ওই মোবাইল নম্বরটি তুষারের প্রতিবেশী এক কলেজ পাঠরত ছাত্রের। জানা গিয়েছে ওই যুবকের নাম মনিরুল সেখ। এরপর পুলিশ মনিরুলকে থানায় ডেকে নিয়ে আসে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ক্রমাগত চাপ দেওয়ার ফলে মনিরুল সব কথা স্বীকার করতে বাধ্য হয়। সে পুলিশের কাছে জানায় যে, তুষারকে প্রথমে খুন করা হয়েছে এরপর তাকে মাঠে ফেলে দেওয়া হয়েছে। মনিরুল নিজেই যে মুক্তিপণ চেয়েছিল সে কোথাও সে পুলিশকে জানায়। মনিরুলের স্বীকারোক্তির উপর ভিত্তি করে পুলিশ তাকে এ্যরেস্ট করে।

পরবর্তীকালে, সন্ধ্যা বেলার দিকে পুলিশ ছাত্রটি দেহ উদ্ধার করার কাজ শুরু করে দেয়। আর ফাঁকা মাঠের একটা স্থান থেকে ওই বালকের দেহ পাওয়া যায়। এই ঘৃণ্য ঘটনা জানাজানি হতেই এলাকায় তুমুল হৈচৈ শুরু হয়ে যায়। এলাকার লোক জনেরা মনিরুলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।