রিয়া চক্রবর্তীর ফোন থেকে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

সুশান্ত (Sushant Singh Rajput) এর মৃত্যুর তদন্ত শুরু হয়ে গেছে। আর এই মুহূর্তে প্রধান সন্দেহভাজনের তালিকায় রয়েছেন রিয়া চক্রবর্তী। রিয়া ও তার পরিবারকে ইডি ক্রমাগত জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে। আর আস্তে আস্তে তথ্য বেরিয়ে আসছে। যদিও এই মুহূর্তে সবকিছুই জনসাধারণের কাছে ফাঁস করা হচ্ছে না। আর এটি তদন্তের স্বার্থেই।

তো এই মুহূর্তে রিয়া চক্রবর্তীর ফোনের কল লিস্ট ও অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করা হয়েছে। আর এর থেকে বেরিয়ে এসেছে এক গোপন খবর। তাছাড়া অন্যায় ভাবে সুশান্তের টাকা পয়সা গায়েব করার জন্য রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে কেস করা হয়েছে।

তো ইডির কাছে রিয়ার মোবাইলটি হস্তান্তর করার পর তারা বেশ কয়েকটি তথ্য হাতে পায়। আর সেই তথ্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো জুন মাসের ৮ তারিখের পর রিয়া মহেশ ভাটের (Mahesh Bhatt) সঙ্গে যোগাযোগ চালু রেখেছিলেন। তার কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে পরবর্তীকালে সমস্ত কিছু তার বিপক্ষে যেতে চলেছে। তাই তিনি নিম্নলিখিত বিষয়গুলো চাইছিলেন।

প্রথমত, তিনি ডিরেক্টরের সাহায্যে কয়েকটা মিডিয়াকে নিজের আয়ত্তে রাখতে চেয়েছিলেন। যাতে করে তারা রিয়া সম্পর্কে ভালো ভালো খবর জনসাধারণের সামনে তুলে ধরে।
দ্বিতীয়ত, মিডিয়াগুলো যাতে তাকে সাপোর্ট করে।
তৃতীয়ত, রিয়া বিখ্যাত কয়েকজন ডিরেক্টরকে ফোন করেছিল সাহায্যের জন্য। (তথ্যসূত্র: Times Now)

প্রসঙ্গত, রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) এবং তার ভাই শোয়িক কে ঘন্টার পর ঘন্টা ধরে ইডির অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়। আর এই জিজ্ঞাসাবাদে তারা কিভাবে এত টাকা পেল আর এত টাকা কিভাবে খরচ করল সেগুলোর সদুত্তর দিতে পারেনি।

এছাড়াও তারা রিয়ার বাবাকেও জিজ্ঞাসাবাদ করেছে। অপরদিকে সুশান্তের পুরনো ম্যানেজার শ্রুতি মোদিকে এবং তার ফ্লাটমেট সিদ্ধার্থ পিঠানিকেও তারা জিজ্ঞাসাবাদ করেছে ইতিমধ্যে।