কলকাতাখবরসর্বশেষ

মেট্রোতে ব্যবহার করল অন্যের স্মার্ট কার্ড, ধরা পড়তেই বাধা দিল মেট্রোর কর্মীরা, মার খেতে হল কর্মীকে

চলতি বছরের মার্চ মাস থেকে করোনাভাইরাস এর প্রভাব বাড়াবাড়ি হওয়ার জন্য লকডাউনের মতো পরিস্থিতি হয়ে গিয়েছিল, এরপরে বন্ধ ছিল বাস-ট্রাক মেট্রো সহ অন্যান্য পাবলিক ট্রান্সপোর্টগুলি। তবে আস্তে আস্তে আনলক প্রক্রিয়া চালু হওয়ার পরপরই ট্রেন বাস মেট্রো চলতে শুরু করে। এই সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট গুলি ব্যবহার করার জন্য কিছু নিয়মকানুন ধার্য করে দেওয়া হয়। (A person tries to use another persons smart card on metro rail so workers does not allow and the person beat the worker)

মেট্রোতে চলাচলের ক্ষেত্রে নতুন নিয়ম তৈরি করা হয়। এখন টিকিটের বদলে মেট্রোতে চলাচলের জন্য ব্যবহার করতে হবে স্মার্ট কার্ড। শেষ স্মার্ট কার্ডের ভ্যালিডিটি অবশ্য এক ঘন্টা। অবশ্যই একজন আর স্মার্ট কার্ড অন্যজন ব্যবহার করতে পারবে না এরকমও নিয়ম রয়েছে।

এইরকমই নিয়মের তোয়াক্কা না করে একজন অন্যের স্মার্ট কার্ড ব্যবহার করতে যাওয়ার সময় ধরা পরল মেট্রো স্টেশনে। দুইজন ব্যক্তি অন্যের স্মার্ট কার্ড ব্যবহার করে প্রবেশ করার চেষ্টা করে চাঁদনীচক মেট্রো স্টেশনে, সেই সময়ে ধরা পড়ে যান ওই দুই ব্যক্তি।

ব্যক্তিদের নাম কৃষানু দে এবং কৌশিক দে তাদের আটক করা হয়েছে বলে জানা যায়।

করোনাভাইরাস এজন্য যে লকডাউন দেয়া হয়েছিল তারপর আনলক প্রক্রিয়া চালু হয়েছিল, যেখানে যাত্রীদের চলাচলের জন্য মেট্রো ব্যবস্থা পুনরায় চালু করা হয়েছিল। কিন্তু মেট্রো ব্যবস্থা চালু করা হলেও তাতে আনা হয়েছিল কিছু নিয়ম। যেমন মেট্রো স্টেশনে প্রবেশ করতে গেলে অবশ্যই থাকতে হবে স্মার্ট কার্ড। এক একজন এক একটা স্মার্ট কার্ড ব্যবহার করতে পারবেন।

অন্যের স্মার্ট কার্ড ব্যবহার করে যখন ওই দুই ব্যক্তি মেট্রোতে প্রবেশ করতে যাচ্ছিল, সেই সময় মেট্রো বন্ধ হয়ে গেছিল এবং তারপরে সেখানে উপস্থিত মেট্রো স্টেশনের কর্মীরা তাদের আটক করতে এলে, কর্মীদের মারধর করে তারা। এরপর সেই দুই ব্যক্তিকে আরপিএফ এসে আটক করে নিয়ে যায়।

A person tries to use another persons smart card on metro rail so workers does not allow and the person beat the worker
মেট্রোতে ব্যবহার করল অন্যের স্মার্ট কার্ড, ধরা পড়তেই বাধা দিল মেট্রোর কর্মীরা, মার খেতে হল কর্মীকে

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।