গায়ক বাবার গানের সাথে সুর মেলাল পুচকি গায়িকা মেয়ে, ভাইরাল হলো ভিডিও
অনিক ধর, প্রতিষ্ঠিত একজন গায়ক, সাথে রিয়েলিটি শোয়ের এর উইনার, অনেক বড় মাপের তারকাদের সঙ্গে স্টেজ শেয়ার করেছেন তিনি, সুতরাং এতেই বোঝা যায় যথেষ্ট প্রতিভাবান গায়ক। সুতরাং সারাদিন এই সুরের সাথে খেলা করেন তিনি। তবে,এইবার বাবা গায়ক এর সঙ্গে সুর মেলানো তার ছোট্ট গায়িকা মেয়ে। বয়স কম হলে হবে কি, গলার সুর বড়দের মতই। (Bollywood Showbiz : Puchki Sona Aadya sings with her singer father Aneek Dhar)
২০১৮ সালে অনিক এবং দেবলীনার কোল জুড়ে আসে তাদের ছোট্ট মেয়ে আদ্যা। আদ্যা জন্ম নেয় ২০১৮ সালের রাখি পূর্ণিমার দিনে।
গায়কের মেয়ে,সুতরাং গান শুনেই বড়ো হচ্ছে, তাই তার গলায় গান অস্বাভাবিক নয়। আড়াই বছর বয়স ছোট্ট আদ্যার।
অনিকের গান তো আমরা শুনিই, তবে এইবার শোনা গেল আদ্যার গান। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো তার গান।
বাবার সাথে সাথে গানে মত্ত পুচকি আদ্যা। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে মেয়ের সাথে ছবি এবং ভিডিও ছাড়েন অনিক।
ছবি, ভিডিও গুলিতে দেখা যায়, কখনো মেয়ে বাবা একসাথে হারমোনিয়াম বাজাচ্ছে,কখনো একসাথে গান করছে,কখনো বা লুকোচুরি খেলা করছে। অনিক যে তার মেয়ের সাথে অনেকটা সময় কাটাই সেটা এই ভিডিওগুলো এবং ছবিগুলো দেখলেই বোঝা যায়।

সম্প্রতি একটি ভিডিও অনিক ইনস্টাগ্রামে শেয়ার করেছে,যেখানে দেখা যাচ্ছে বাবার গানের সাথে সাথে সুর মিলাচ্ছে ছোট্ট গায়িকা। আদরে মেয়েকে চুমু দিলেন অনিক।
ভিডিওটি প্রকাশিত হওয়ার পর যথেষ্ট ভাইরাল হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই যথেষ্ট শেয়ার এবং কমেন্ট লাইক পড়েছে এই ভিডিও টিতে। অনিকের শেয়ার কইরা ভিডিওটি পুরোনো । ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসার পর বাবা এবং মেয়ের জন্য এসেছে অনেক শুভেচ্ছা বার্তা।