খবরসর্বশেষ

করোনা পরিস্থিতির মধ্যে অভিনব ভাবে বিয়ে করলেন পুলিশকর্মী

প্রত্যেক পুলিশ কর্মীর শপথ করে তাদের দেশকে রক্ষা করার এটাই স্বাভাবিক, কিন্তু এবার এক পুলিশকর্মী তার নিজের বিয়ের মন্ত্র করার সঙ্গে সঙ্গে শপথ নিলেন করোনা সংক্রান্ত সমস্ত নিয়মকানুন মেনে চলার। (Bageshwar, Uttarakhand News : A Police performs his marriage with proper Covid guidelines in corona situation)

এই অভিনব ঘটনাটি ঘটেছে, উত্তরাখণ্ডের বাগেশ্বর নামে একটি জেলায়। একজন পুলিশ অফিসার ঘটালেন এই অভিনব ঘটনা। এমন আর বিয়েতে আসার নিমন্ত্রিতদের তিনি সংস্কৃত শ্লোক এর মাধ্যমে শপথ পড়ালেন করোনার থেকে রক্ষার জন্য সমস্ত নিয়ম পালন করার।

বিয়ে বাড়িতে সঠিক মত করোনা সংক্রান্ত নিয়ম কানুন মেনে চলা হচ্ছে কিনা সেটাই পরিদর্শনে যান সেখানকার পুলিশ সুপারিনটেনডেন্ট। সেখানেই তিনি সকল নিমন্ত্রিত সহ বর এবং কনেকে শপথ নিতে বলেছিলেন যে সমস্ত করণা সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলবে।

করোনার মত এই মহামারী থেকে বাঁচার একটাই উপায় সেটা হল সমস্ত নিয়মকানুন মেনে নিজেকে সুরক্ষিত রাখা এবং অন্যকেও সুরক্ষা প্রদান করা।

বিয়ে বাড়িতে সমস্ত রকম সুরক্ষা ব্যবস্থা যেন থাকে সেই কথাই পুলিশ অফিসার মনি কান্ত মিশ্র, কনে পক্ষের সদস্যদের জানিয়েছিলেন, কিন্তু অনুষ্ঠানের সময় এই সমস্ত নিয়মকানুন দেখাশোনা করার মতো সুযোগ তারা পাবে না বলেই পুলিশ সুপারিনটেনডেন্টকে জানিয়ে ছিলেন। এর পরেই এক অভিনব প্রচেষ্টা করলেন তিনি।

হঠাৎ করেই পৌঁছে গেলেন সেই বিয়ে বাড়িতে, এবং বিয়েতে থাকা সমস্ত নিমন্ত্রিতদের এবং বর ও কনেকে শপথ নিতে বলেন করোনা সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ মানার।

সেই করোনা সংক্রান্ত শপথ নেওয়া হয় সংস্কৃত শ্লোকের মাধ্যমে।

সংস্কৃত শ্লোক হলেও সেটিতে ছিল, সব সময় ভাল করে হাত ধোয়ার কথা স্যানিটাইজার ব্যবহার করার কথা।

পুলিশ অফিসারের এইরকম কাজ করার পিছনে তার একটাই উদ্দেশ্য ছিল যে, সকলকে সমস্ত কাজের আগে মনে করিয়ে দেওয়া এই মহামারীর কথা, যাতে তারা আবেগের বশে সমস্ত কিছু ভুলে না বসেন।

A Police performs his marriage with proper Covid guidelines in corona situation
করোনা পরিস্থিতির মধ্যে অভিনব ভাবে বিয়ে করলেন পুলিশকর্মী (প্রতীকী ফটো)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।