খবরভাইরালসর্বশেষ

কংক্রিট ফুটো করল কাঠঠোকরা ! ভিডিও ভাইরাল

বর্তমানে আমরা বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিও দেখে অবাক হয়ে যাচ্ছি। এখানে মানুষের ভিডিও যেমন ভাইরাল হচ্ছে, সেরকমভাবে পশুপাখিদের করা কাজকর্মের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। আর পশুপাখিদেরও অনেক ক্ষমতা রয়েছে। সেগুলো আমরা মাঝে মাঝে দেখে অবাক হয়ে যাই। সেরকমই একটা জিনিস ঘটে গেল।

দেখা গেল, একটা কাঠঠোকরা কংক্রিটে গর্ত খুঁড়ছে। আপনারা প্রত্যেকেই জানেন যে, কাঠঠোকরার ঠোঁট ভীষণ শক্ত। আর এই পাখিরা সাধারণত প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া গাছের কোটরে বাসা বাঁধে না। এরা নিজেরাই চঞ্চু দিয়ে গর্ত তৈরি করে। তারপর সেখানে বাস করতে শুরু করে দেয়। এদেরকে হয়তো আপনারা সাল কিংবা সেগুনের মতো অত্যন্ত শক্তিশালী কাটে গর্ত খুঁড়তে দেখেছেন । কিন্তু কংক্রিটে কি কোনদিন গর্ত খুঁড়তে দেখেছেন আপনারা ?

কিন্তু এই ব্যাপারটি ও সম্ভব করে ফেলল কাঠঠোকরা পাখি। পৃথিবীতে যে সমস্ত শক্ত পদার্থ রয়েছে তার মধ্যে একটা হল কংক্রিট। কিন্তু একটা কাঠক্রা তার ঠোঁটের মাধ্যমেই সেই সত্য কংক্রিট কেউ ফুটো করে ফেলল (A woodpecker Makes A Hole In Concrete)। আর সেখানে হয়তো বাসাও বানিয়ে ফেলবে তাড়াতাড়ি।

ভারতের এক ফরেস্ট অফিসার সুশান্ত নন্দা (IFS Susanta Nanda) এই ভিডিওটিকে সোশ্যাল মিডিয়া ট্যুইটারে পাবলিশ করেন। তিনিও এই ব্যাপারটি দেখে ভীষণভাবে অবাক হয়ে গিয়েছেন। তিনি লিখেছেন, “আবার ধারণা ছিল না যে কাঠঠোকরা পাখির ঠোঁট এতটাই শক্ত হওয়া সম্ভব যে কংক্রিট ফুটো করে ফেলবে।”

সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই প্রবল আকারে ভাইরাল হয়ে পড়ে। কয়েক ঘন্টার মধ্যেই ২৩ হাজার ভিউ হয়ে যায় ভিডিওটিতে। প্রত্যেকে এই ব্যাপারটি দেখে ভীষণ অবাক হয়ে গিয়েছেন। এক জন কমেন্ট করেছেন,”কাঠঠোকরা টিও হয়তো আধুনিক নগরীর বাসিন্দা হতে চাইছে। তাই কবুতরের মতো এ শহর কে নিজের করে নিচ্ছে।”

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।