খবরজীবনযাত্রাসর্বশেষ

Karwa Karva Chauth 2020 Mehendi Design। কারওয়া চৌথে হাতে মেহেন্দি ডিজাইন এবং রং করার গোপন কৌশল

আগামীকাল অর্থাৎ নভেম্বর মাসের 4 তারিখে ভারতবর্ষ জুড়ে পালিত হবে কারওয়া চৌথ উৎসব। আর এই উৎসবটি মূলত বিবাহিতা মহিলাদের জন্য। প্রচলিত আছে যে, কারবা চৌথে না খেয়ে থাকলে অর্থাৎ উপবাস পালন করলে ওই নারীর যিনি স্বামী আছেন তিনি দীর্ঘায়ু হন। আর এই উৎসব পালনের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো 16 টি বা ষোল কলা মেকআপ। 16 টি মেকআপ এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হলো হাতে-পায়ে মেহেন্দির লাগিয়ে রঙিন করে তোলা। (365 Reporter Lifestyle Tips : Karva Karwa Chauth Mehendi designs 5 tips on hand image, video. Karwa Chauth Konsi tarikh ki hai, Karva chaut 2020 date In India : इस साल करवा चौथ 4 नवंबर को मनाया जाएगा)

কারওয়া চৌথে হাতে সুন্দর ভাবে মেহেন্দি করার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস রয়েছে। মূলত নিম্নলিখিত পাঁচটি ধাপে আপনি ঘরোয়া পদ্ধতিতে সুন্দরভাবে হাতে মেহেন্দি ডিজাইন করতে পারবেন। (Karwa Chauth secret Mehendi Design tips and colours on hands)
১. এটি মেহেন্দি লাগানোর প্রথম ধাপ। প্রথমে হাত ভালো করে জল দিয়ে ধৌত করুন। এরপর হাতে ভালোভাবে সিট্রোনেলা তেল বা মেহেন্দি তেল মাখুন। এরপর তেল খানিকটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

magical tips to solokola makeup one hand makeup tips in karwa karva chauth
16 টি বা ষোল কলা মেকআপ এরমধ্যে হাতের মিষ্টি মেকআপ (Credit : Instagram)

২. অল্পক্ষণের মধ্যে দেখতে পাবেন যে মেহেন্দি হাতে খানিকটা শুকিয়ে গিয়েছে। এরপর কড়াই বা প্যানে অল্পকিছু লবঙ্গ গরম করুন। এরপর লবঙ্গের ধোঁয়াতে মেহেন্দি ভালোভাবে শুকিয়ে নিন। মূলত এই প্রক্রিয়ায় মেহেদির রং আরও হাতে সুন্দরভাবে ফুটে উঠবে।
৩. একদম তাড়াহুড়ো করবেন না। মেহেন্দি ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। যতক্ষণ না ভালোভাবে শুকাচ্ছে ততক্ষন হাত থেকে মুছবেন না। কিছুক্ষণ পর দেখতে পাবেন যে নিজের থেকে শুকিয়ে পড়ে যাচ্ছে।

৪. আপনি যখন দেখছেন মেহেন্দি প্রায় শুকিয়ে এসেছে তখন লেবুর জল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে ফেলুন। এরপর সেই পেস্ট হাতের উপর ঘষতে থাকুন।
৫. এটি কারওয়া চৌথ উৎসব উপলক্ষে হাতে মেহেন্দি ভালোভাবে লাগানোর শেষ ধাপ। এই ধাপে আপনি হাতে চুন প্রয়োগ করুন। এরপর সরিষার তেল দিয়ে ম্যাসাজ করে ফেলুন। তবে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে যে, মেহেন্দি ভালোভাবে যাতে হাতের উপর লাগে তার জন্য ছয় থেকে আট ঘণ্টা হাতে জলের স্পর্শ করবেন না।

বিবাহিত নারীরা কেন করবা চৌথ পালন করেন ? (Why married women celebrate karva chauth )

প্রকৃতপক্ষে বিবাহ হলো দুটি মনের মধ্যে মেলবন্ধন। আর দুটি মনের বন্ধন কে আরো সুদৃঢ় করার জন্য বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান, প্রথা এবং নিয়মকানুন শাস্ত্রের মত অনুসারে পালিত হয়। এই সমস্ত প্রথার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো করওয়া চৌথ। মূলত বিবাহিত নারী স্বামীর মঙ্গল কামনায় এই প্রথা পালন করে থাকেন। (Keno bibahita nari ra karwa chauth upobas ba protha palon koren : swamir mongol kamona te)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।