খবরসর্বশেষ

Local Train News : লোকাল ট্রেন চালানোর দাবিতে উত্তাল হুগলি

Hooghly : অনেকদিন ধরেই রাজ্যে লোকাল ট্রেন অবিলম্বে চালু করার দাবি উঠেছিল। আজ তা আরো তীব্র আকার ধারণ করল। যত শীঘ্র সম্ভব ট্রেন চালু করার দাবি নিয়ে হুগলির অনেকগুলো স্টেশনে যাত্রীগণ বিক্ষোভ প্রদর্শন করলো। ট্রেনে যারা নিত্যদিন যাতায়াত করে থাকেন তারা স্পেশাল ট্রেন অবরোধ করলো। উত্তাল হয়ে ওঠে রিষরা, বৈদ্যবাটীর মতো এলাকা। (Local Train News : Train strike in Rishra, Baidyabati, Seoraphuli, Hooghly, West Bengal : people wish to ride on special Rail)

প্রসঙ্গত, আজই মমতা ব্যানার্জির রাজ্য সরকার এবং রেলওয়ে অফিসারদের সঙ্গে বৈঠকের কথা হয়েছে লোকাল ট্রেন চালু করা বিষয়ে। আর্থিক আজকেই বিক্ষোভের লেলিহান শিখা জ্বলে উঠলো বিভিন্ন এলাকাতে। ট্রেনে যারা দৈনিক যাতায়াত করে থাকেন তারা আজ সোমবার সকাল আটটা হতে হুগলির বৈদ্যবাটি স্টেশন তুমুল বিক্ষোভ প্রদর্শন করে। অপরদিকে তারা স্পেশাল ট্রেন অবরোধ করে। (West Bengal Govt and Rail Authority arrange a meeting today)

পরিস্থিতি সামাল দিতে প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। নিত্যযাত্রীগণ এই মুহূর্তে রাগে ফুঁসছেন, আর ঠিক সেই কারণেই তারা পথেও হরতাল শুরু করেন। রিষরা এবং শেওড়াফুলির মত জায়গাতেও বনধ ডাকা হয়েছে। অপরপক্ষে জিটি রোডেও বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। এই মুহূর্তে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকগুলো স্পেশাল ট্রেন আটকে রয়েছে। (Strike in GT Road too. Kobe paschim banga local train chalu hobe)

করোনা মহামারী পরিস্থিতিতে সরকার এক প্রকার বাধ্য হয়ে লোকাল ট্রেন বন্ধ করে রেখেছে। তবে এর ফলে সাধারণ মানুষ প্রচুর ভোগান্তির মধ্যে রয়েছেন। আর সাধারণ জনগণের অসুবিধার সমাধান করতে সকালবেলা এবং বিকাল বেলা অল্প কিছু লোকাল ট্রেন চালু করার সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। আর ঠিক সে কারণেই রেলের অফিসারদের সঙ্গে আলোচনা করবে রাজ্য সরকার। রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, সোমবার বিকালের দিকে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আর ঠিক কি পদ্ধতিতে এবং নতুন কোন নিয়ম কানুন মেনে রেল চালু করা হবে তা নিয়ে দু’পক্ষের মধ্যে কথাবার্তা হবে। আর সেই সমস্ত আলোচনার ওপর বেস করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ইতিমধ্যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী শনিবারে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনিত শর্মাকে চিঠি দেন। তিনি সেখানে উল্লেখ করেন,”পশ্চিমবঙ্গ সরকার চায় রাজ্যের সমস্ত ধরনের যাতায়াতের পরিষেবা স্বাভাবিক রাখতে। কারণ এর ফলে নিত্যযাত্রী, সরকারি এবং বেসরকারি কর্মীগণ এবং যারা ইমার্জেন্সি সার্ভিস দিয়ে থাকেন তাদের অসুবিধা অনেকটা লাঘব হবে। আর সেই কারণেই সকাল এবং বিকেল বেলা অল্পকিছু ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়ে কথাবার্তা বলতে চলেছে।” (West Bengal Home Secretary Hari Krishna Dwivedi. Eastern Railway Manager Sunit Sharma)

train rail strike in hooghly people wish to ride on special
Local Train News : লোকাল ট্রেন চালানোর দাবিতে উত্তাল হুগলি

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।