খবররাজ্যসর্বশেষ

মালদার সুজাপুরে বিস্ফোরণে মৃত ওই কারখানার মালিক

Malda : বৃহস্পতিবার মালদার সুজাপুর এর একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। আর এই বিস্ফোরণে মৃত্যুবরণ করেছেন খোদ ওই কারখানার মালিক। পুলিশের সূত্র অনুসারে, মোট মৃতের সংখ্যা 6. (Abdul Shahed the owner of plastic Factory is dead due to explosion in Sujapur Kaliachak Malda West Bengal)

প্রাথমিকভাবে ওই বিস্ফোরণে মারা গিয়েছিলেন 6 জন ব্যক্তি। তবে সন্ধ্যা বেলার দিকে নতুন একজনের মৃতের খবর পাওয়া যায়। জানা গেল আব্দুল সাহেদ যার বয়স হয়েছিল 51 বছর, তিনি মৃত্যুবরণ করেন। আর পুলিশের খবর অনুসারে জানা গেল, পড়েছিলেন মূলত ওই ফ্যাক্টরির মালিক।

ফলে এই মুহূর্তে সুজাপুর এর ওই কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা হল 6. প্রকৃতপক্ষে মালদা থেকে কলকাতার হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়া হয়েছে যাচ্ছিল আব্দুল কে। তবে শেষ রক্ষা করা সম্ভব হয়নি। পথের মধ্যেই মৃত্যু ঘটে ওই ব্যক্তির।

মালদার কালিয়াচকের সুজাপুরের প্লাস্টিক ফ্যাক্টরিতে ক্রাশার মেশিন ব্লাস্ট হয়ে গিয়েছে বলে ধারণা করা হয়। আর একটা কথা বলা ভালো যে, এই ক্রাশার মেশিন এর সাহায্য নিয়ে প্লাস্টিকের দানা বাইরে বের করে দেওয়া হয়। ওই স্থানেই 5 জন শ্রমিক তৎক্ষণাৎ মৃত্যুবরণ করেন। প্রকৃতপক্ষে ওই মৃত্যু ছিল এক প্রকার ভয়াবহ। কারণ তীব্র বিস্ফোরণে কারখানা শ্রমিকদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীকালে তাদেরকে আর চেনার উপায় ছিল না।

আর এই বিধ্বংসী দুর্ঘটনার খবর পৌঁছায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এর কাছে। তিনি তৎক্ষণাৎ হেলিকপ্টারে করে ওই দুর্ঘটনা স্থানে পৌঁছান। মৃতের পরিবারের লোকদেরকে 2 লক্ষ টাকা এবং যারা জখম হয়েছেন তাদেরকে 50 হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রকৃতপক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন পুরমন্ত্রী। অপরদিকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয় যে, এই ব্লাস্ট মূলত একটা দুর্ঘটনা। প্লাস্টিকের প্রসেসিং করার সময় এই ব্লাস্ট হয়ে গিয়েছে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।