খবরসর্বশেষ

শিবসেনা নেতার হুমকি পেয়ে দোকানের নামে কাগজ চাপা দিলেন করাচি সুইটস এর মালিক

Mumbai : পাকিস্তানের একটা গুরুত্বপূর্ণ জায়গা হল করাচি যা আপনারা প্রত্যেকেই জানেন। আর ওই নামের নাম অর্থাৎ ‘করাচি সুইটস’ কি কারনে মিষ্টির দোকানের নাম হবে ? আর ঠিক এই ব্যাপারটা নিয়েই ঝামেলা সূত্রপাত ঘটে। আর এই দোকানটি মূলত মুম্বাইয়ের বান্দ্রা তে রয়েছে। আর নাম পাল্টানোর জন্য হুমকি দিয়ে বসেন স্থানীয় শিবসেনা লিডার। (Karachi Sweets shop owner hides the name of the shop after receiving threats from the Shiv Sena leader in Bandra, Mumbai, Maharashtra)

স্বাভাবিকভাবেই ভয় পেয়ে ওই দোকানের মালিক নামের উপর কাগজ চাপা দিয়ে দেন। তবে ওই হুমকির কথা সোশ্যাল মিডিয়াতে রাতারাতি ভাইরাল হয়ে যায়। আর ওই ভিডিও থেকেই দেখা যাচ্ছে যে ওই দোকানের মালিক কে থ্রেট করছেন শিবসেনার নেতা নীতিন নন্দগাঁওকর। তিনি করাচি নাম পাল্টে দিয়ে মারাঠি কোন নাম রাখার জন্য চাপাচাপি করতে থাকেন। (Shiv Sena Leader Nitin Nandgaokar threats the sweet shop owner to change the name of the shop and it goes viral )

তিনি এও জানান যে, তার কথা মত কাজ না করলে তার কপালে দুঃখ আছে। তিনি দোকানের মালিক কে জানালেন,”আপনাকে এটা করতেই হবে। আমরা আপনাকে সময় দিচ্ছি। এই করাচি নাম বদলে ফেলুন। এর বদলে মারাঠি কোন নাম রাখুন।”

ভয় পেয়ে দোকানের নামের উপর পেপার দিয়ে ঢেকে দেন। মূলত ওই ব্যক্তি পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচি শহরের নামে তার দোকানের নাম দিয়েছিলেন। আর এই ঘটনা সম্পর্কে অবগত হন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। চলুন জেনে নেই তার বিবৃতি এই ব্যাপারে।

তিনি ট্যুইট বার্তা করে জানান,”করাচি বেকারি এবং করাচি সুইটস মুম্বাইতে 60 বছর ধরে ব্যবসা করছে। তাদের সঙ্গে পাকিস্তানের কোন প্রকার সম্পর্ক নেই। আর এখন নাম পরিবর্তন করার কোন প্রকার ভিত্তি নেই। আর আমাদের দল থেকে কোন প্রকার সরকারিভাবে বিবৃতি দেওয়া হয়নি। দলের সঙ্গে এই ঘটনার কোন প্রকার যোগসূত্র নেই।” (Shiv Sena Leader Sanjay Raut’s statement)

Karachi Sweets shop owner hides the name of the shop after receiving threats from the Shiv Sena leader
শিবসেনা নেতার হুমকি পেয়ে দোকানের নামে কাগজ চাপা দিলেন করাচি সুইটস এর মালিক (Credit : ANI)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।