খবরদেশসর্বশেষ

ইসলামিক স্টাডিসের ক্ষেত্রে ইতিহাস গড়লেন এক অমুসলিম

ইসলামিক স্টাডিসের পরীক্ষায় পুরো ভারতে প্রথম স্থান অধিকার করলেন এক অমুসলিম, নাম শুভম যাদব । এই প্রথম ইসলামিক স্টাডিসে এক অমুসলিম প্রথম স্থান অধিকার করল পুরো ভারতের মধ্যে। (Non Muslim boy Shubham Yadav tops in Islamic Studies Subject in Central University of Kashmir)

এক অধ্যাপক হামিদ নাসিম রাফিয়াবাদির তরফ থেকে জানা যায় যে, ইসলামিক স্টাডিসে অনেক মুসলিম ছাত্ররা পুরো ভারতে প্রথম হয়েছে, তবে এই প্রথম এমন ঘটনা ঘটল যেখানে পুরো ভারতে অমুসলিম স্টাডিসে প্রথম কোনো অমুসলিম প্রথম স্থান অধিকার করল।

শুভম হলেন আলওয়ারের বাসিন্দা, তিনি দিল্লির একটি বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ের ওপর স্নাতক পাস করেছেন। চারিদিকে যে ইসলাম এবং ইসলাম ধর্ম নিয়ে যে প্রত্যেক মানুষের মধ্যেই দৃষ্টিভঙ্গি রয়েছে এটা বদলানোর চেষ্টা করেছিল শুভম। (Hindu boy Shubham Yadav wishes to change the aspects of Muslim religion around people)

এই এটার উপর ভিত্তি করেই শুভম দুই বছর ধরে কাশ্মীরের একটি বিশ্ববিদ্যালয় পড়াশোনার কথা চিন্তা ভাবনা করেন। এরপরই তার যাত্রা শুরু হয় ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে যে ভুল ধারণা সেগুলো কে সে বদলে দেবে।

তার মতে নিজেদের ধর্মকে মানুষ যেমন সম্মান করেন তেমনি অন্য ধর্ম গুলোকেও সম্মান করা উচিত। শুভম আরও বলে যে, “ইসলাম ধর্মকে একটা ভীষণ গোড়া ধর্ম হিসেবে সকলেই মানে। তবে আমার চেষ্টা রইল এই চিন্তাভাবনাগুলোকে কিছুটা হলেও বদলানো”।

তিনি যখন কাশ্মীরের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে ইসলামিক স্টাডিস নিয়ে পড়তে শুরু করেন তখন সে আস্তে ইসলাম বিষয় নিয়ে জানার আগ্রহ তার ক্রমাগত বাড়তে থাকে।

শুভম এর বর্তমান বয়স ২১। শুভম কাশ্মীরের যে বিশ্ববিদ্যালয়টিতে ইসলামিক স্টাডিস করার ভর্তি হয়েছিল সেটি ২০১৫ সালে বিদ্যালয়টি ইসলামিক স্টাডিসের বিভাগটি সেটি শুরু করেছিল।

Non Muslim boy Shubham Yadav tops in Islamic Studies Subject
ইসলামিক স্টাডিসের ক্ষেত্রে ইতিহাস গড়লেন এক অমুসলিম (Source : Google)

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।