খবর

১৫ দিন হয়েছে মাত্র বিয়ের, ভয়াবহ পরিণতি হলো স্বামীর : Newly Married Husband Death News

Newly Married Husband Death News : মাত্র ১৫ দিন হয়েছে বিয়ের তারপরে অধ্যাপকের ঘটল অস্বাভাবিক মৃত্যু। এরকম একটি অস্বাভাবিক মৃত্যুর পেছনে কী কারণ সে বিষয়ে নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। ওই অধ্যাপক এর মৃত্যুর জন্য দায়ী তার স্ত্রী এরকমই অভিযোগ তুলেছে ওই ব্যক্তির পরিবারের লোকেরা। (Newly married husband Pratim death at Keshpur Paschim Medinipur. Wife of profrssor Pratim – Bratati. )

মৃত ব্যক্তির নাম প্রতিম এবং কেশপুরের বাসিন্দা। তিনি হলেন পেশায় একজন অধ্যাপক। নতুন বছরের জানুয়ারি মাসে তিনি বিয়ের পিঁড়িতে বসেছিলেন এবং তার স্ত্রী ছিলেন পেশায় একজন ইঞ্জিনিয়ার। তার স্ত্রীর নাম ছিল ব্রততী। জানা গেছে ম্যাট্রিমনিয়াল সাইট এ তাদের দেখাশোনা হয় এবং তারপরে তারা বিয়ে করে। (Pratim WIfe bou Bratati is an engineer)

প্রতিম এর মৃত্যুর খবর নিয়ে পরিবারের লোকেরা জানায় যে, সোমবার দিন মাঝরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তারপরেই জ্ঞান হারায় প্রতিম। এরপর যখন তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য, শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। (Keshpur Medinipur resident death died. Pratim is admitted to Medinipur Medical and Hospital and doctor announces his as dead)

কিভাবে এরকম হঠাৎ করেই ঘটলো প্রতিম এর মৃত্যুর সেই নিয়েই প্রতিমের বাড়ির লোকেরা বলেন যে, প্রতিম এর স্ত্রী ছিলেন ভীষণ আধুনিক স্বভাবের, সে বিয়ের পর সালোয়ার পড়বে। গ্রামের পরিবেশে বিয়ে করে এসেও গ্রামের রীতিনীতিকে সে মানিয়ে নিতে পারছিল না। (adhunik bou)

মাঝে মাঝেই শহরের আদব-কায়দা নিয়ে এই দুজনের মধ্যে ঝগড়া হতো আপাতত সেই কারণেই প্রতিমকে তার স্ত্রী খুন করেছে বলে অভিযোগ করেছে প্রতিম এর বাড়ির লোক কিন্তু ব্রততী বলে যে তার স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো ছিলো। প্রতিমের বাড়ির লোকেরা তার সঙ্গে নাকি দুর্ব্যবহার করতো। তবে আপাতত সঠিক তদন্তের কথা উল্লেখ করেছেন প্রতিম এর বাড়ির লোক এবং তোর শ্বশুর বাড়ির লোক।