খবরজীবনযাত্রাসর্বশেষ

Love Tips Bangla : ব্যর্থ প্রেমের যন্ত্রণা কি করে ভুলবেন ? – Somporko

একতরফা পিয়ার কি তাকাত কুচ ওর হি হতি হে, সত্যি একতরফা ভালোবাসার আনন্দ এবং দুঃখ সব টাই আলাদা। এই ভালোবাসাতে আপনি আপনার মনের কথা অপরজনকে জানাতে পারবেন না। এই ভালোবাসাতে আপনার কষ্ট ভাগ করে নিতে পারবেন না উল্টো দিকের মানুষের কাছে। এই ভালোবাসাতে আপনি আপনার কষ্টের জন্য কাউকে দায়ী করতে পারবেন না। না চাইতেও আপনি এমন কাউকে ভালোবেসে যাবেন, যাকে কোনদিন পাবেন না আপনি। সবথেকে কষ্টকর হল,উল্টাদিকের মানুষটি আপনার মনের অবস্থা না বুঝেই আপনাকে কষ্ট দেয়। (Love Tips Bangla – Somporko – How to forget the pain of failed love)

আপনার প্রতি তার কোন রকম উইক পয়েন্ট কাজ করে না। সবথেকে কষ্টকর হল,উল্টাদিকের মানুষটি আপনার মনের অবস্থা না বুঝেই আপনাকে কষ্ট দেয়। আপনার প্রতি তার কোন রকম উইক পয়েন্ট কাজ করে না। একতরফা ভালোবাসার কষ্ট কম হোক অথবা বেশি, কি করে পরিস্থিতি সামাল দেবেন আপনি, এই প্রতিবেদনের মাধ্যমে ছোট্ট করে সে কথাই বলা রইলো। (ki vabe bartho premer jontrona vule jibone egie jaben ? ek tarafa prem er kosto theke mukti lav)

মানসিক প্রস্তুতি রাখুন : যেহেতু এই অনুভূতিটা একেবারেই আপনার নিজস্ব,তাই ব্যথা পাবার জন্য মানসিক প্রস্তুতি আপনাকে রাখতে হবে। উল্টাদিকের ব্যক্তি আপনার কষ্ট ভাগ করে নিতে আসবে না, এ কথা আগে থেকেই মাথায় রাখতে হবে আপনাকে। (manosik prostuti rakhun)

মনের কথা চেপে রাখবেননা : সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক অথবা চিঠির মাধ্যমে, আপনার মনের কথা তাকে শুনিয়ে রাখুন। বাড়িতে বসে আকাশকুসুম ভাবলে কাছের মানুষকে কাছে পাবেন না। তার দিকে যদি কোন সাড়া না পান তাহলে চলার পথ আরো সহজ হয়ে যাবে আপনার। (Moner kotha chepe rakhben na)

কষ্ট হওয়াটা স্বাভাবিক : উল্টো দিকের মানুষ যদি আপনার ডাকে সাড়া না দেয় তাহলে নিশ্চয়ই কষ্ট হবে, কিন্তু নিজের কষ্টটাকে অনুভব করলে দেখবেন যন্ত্রণা আস্তে আস্তে কম হয়ে যাবে। ()Kosto houata swavabik

স্বাস্থ্যের যত্ন নিন : প্রেমের ডাকে সাড়া দিল না বলে আপনিও না খেয়ে পড়ে থাকবেন না। আপনার ভালোবাসা তার কাছে যোগ্য সম্মান না পেলেও অন্য কারোর কাছে নিশ্চয়ই যোগ্য সম্মান পাবে, এমনটা ধরে নিয়ে জীবনে এগিয়ে যান। (sasther jotno nin)

আত্মবিশ্বাস ধরে রাখুন : জীবনে আত্মবিশ্বাস এমন একটা জিনিস যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে। নিজেকে সবসময় সুন্দর করে সাজিয়ে রাখুন। মন যা চায়, তাই করুন। সব সময় নিজের মধ্যে একটি আত্মবিশ্বাস জাগিয়ে তোলার চেষ্টা করুন। (atto biswas dhore rakhun)

আশা হারাবেন না : যেমনই পরিস্থিতি হোক না কেন, নিজের ভবিষ্যৎ তৈরির কাজে মন দিন। কোনভাবেই আশা হারিয়ে ফেলবেন না। (asha haraben na)

ভালোবাসাকে অবসেশন বদলে যেতে দিবেন না : আপনার উলটো দিকের মানুষ যদি আপনার ডাকে সাড়া না দেয়, তাহলে স্বাভাবিক আচার আচরণ করুন। হঠাৎ করে তার ওপর নজরদারি করা অথবা তাকে মেসেজ করে বিরক্ত করা, এই সব করে নিজেকে ছোট করতে যাবেন না। (vakobasha ke obsession kore felben na)

How to forget the pain of failed love
Love Tips Bangla : ব্যর্থ প্রেমের যন্ত্রণা কি করে ভুলবেন ? – Somporko (প্রতীকী ছবি – Six Seasons Multimedia on Youtube)