কলকাতাদেশরাজনীতিরাজ্যসর্বশেষ

কাটমানির টাকায় চলে তৃণমূল সরকার- বললেন নাড্ডা

এই মুহূর্তে বিজেপি পশ্চিমবাংলাতে আধিপত্য বিস্তার করতে বিভিন্ন ধরনের কর্মসূচি আরম্ভ করেছে। তারা বিভিন্নভাবে বাংলার মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আর এই লক্ষ্যেই তারা নতুন করে বেশি বেশি সদস্য বানানোর অভিযান আরম্ভ করে দিয়েছে। কারণ দলে যত বেশি সদস্য থাকবে দলের প্রচার ততো বেশি হবে। আর এভাবেই বেশি বেশি সাধারন মানুষকে আকৃষ্ট করা সম্ভবপর হবে। তারা নতুন একটা কর্মসূচিও আরম্ভ করে দিয়েছে। আর এই কর্মসূচিটির নাম ‘আমার পরিবার, বিজেপির পরিবার।’

বাংলাতে বিজেপির এই নতুন প্রচার-অভিযানের আরম্ভ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। আর এখন অনলাইনে বিভিন্ন ধরনের সভা অনুষ্ঠান করছেন তারা। এবার অনলাইন মন্চ হতেই তৃণমূল সরকার কে ধুয়ে দিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা।

তিনি এক কথায় তৃণমূলকে তীব্রভাবে আক্রমণ করেন অনলাইন বক্তৃতায়। তার কথা অনুসারে, “বাংলাতে সমস্ত কাজকর্ম সংঘটিত হয় কাটমানি দিয়ে। মমতা সরকারের নেতৃত্বে বাংলাতে এখন দুর্নীতিতে ছেয়ে গেছে। অর্থনীতি ও মেরুদণ্ডহীন। সামাজিক মূল্যবোধের কোন বালাই নেই। শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গে ঠিকঠাক শিক্ষাগ্রহণ করতে পারছে না।”
তিনি তৃণমূলের দিকে নিশানা করে আরও বলেন,” বাংলাতে এখন প্রচুর বেকার। আর বেকারত্ব সংখ্যা আরো বেড়ে যাচ্ছে দিন দিন। রোজগারের হাল খুবই খারাপ লোকজনের। কৃষক ভাইরা সবজির দাম পান না ঠিকমত।”

আর তিনি কাটমানি প্রসঙ্গে বলেন,” পশ্চিমবাংলার সব ধরনের কাজকর্ম কাটমানি দিয়ে চলে। এই কাটমানি ছাড়া কোন কিছুই হয়না। সরকার পর্যন্ত চলে কাটমানি দিয়ে।” সর্বশেষে তিনি পশ্চিমবাংলার করো না পরিস্থিতির কথা উল্লেখ করেন। তার মতে,”একমাত্র বিজেপি, করোনা থেকে সাধারণ মানুষকে মুক্ত করতে পারে। বিজেপির পথ অনুসরণ করলে করোনা রোগ কমে যাবে। তাই তিনি রাজ্যের জনসাধারণের কাছে অনুরোধ রেখেছেন যে তারা যেন বিজেপিতে দলে দলে যোগদান করে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জনসাধারণের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে আসছেন। আর এতে করে দরিদ্রদের খুব সহজেই জীবিকার্জন হবে।”

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।