সমবয়সী সম্পর্কের সমস্যা – সমবয়সীর প্রেমে পড়েছেন ? বিয়ের আগে জেনে নিন কি কি সমস্যার সম্মুখীন আপনি ?
সমবয়সী সম্পর্কের সমস্যা – সমবয়সীর প্রেমে পড়েছেন ? বিয়ের আগে জেনে নিন কি কি সমস্যার সম্মুখীন আপনি ?
সমবয়সী সম্পর্কের সমস্যা – চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা সকলেই জানি যে বিয়ে করার জন্য স্বামীর বয়স স্ত্রীর বয়সের থেকে বেশি হওয়া উচিত। তবে বর্তমানে অনেক সময় স্ত্রী স্বামীর থেকে বড় হয়। আবার অনেক সময় দেখা যায় যে স্বামী এবং স্ত্রী সমান বয়সের হন। আজ এই প্রতিবেদনের দ্বারা আপনাদের বলব যে, স্বামী এবং স্ত্রী যদি সমবয়সী হয় তাহলে জীবনে কোন কোন সমস্যার সম্মুখীন হতে হয়। (Relationship problems in Bangla : If you fall in love with a girl of same age you are in this trouble before marriage)
প্রথম যে সমস্যার সম্মুখীন হতে হবে তাহল, আমরা সকলেই জানি একজন পুরুষ অনেক পরে ম্যাচিওর হয় একজন নারীর থেকে। যদি সমবয়সী পুরুষ এবং নারী বিয়ে করেন তাহলে নারীরা বেশি কর্তৃত্ব দেখাতে শুরু করে দেবে পুরুষদের ওপর। অন্যদিকে পুরুষ সেটা মেনে নিতে চাইবে না। ফলে শুরু হবে অশান্তি। (Somo boyoshi karor preme porle biyer aga ei somossar sammukhin hoben apni )
সমবয়সী দম্পতিদের মধ্যে অনেক সময় যৌন অনিচ্ছা দেখা দিতে পারে। বেশি বয়সের পার্থক্য থাকলেও এই একই সমস্যা দেখা দেয়।একজন মহিলা বহুদিন নিজেকে সংযম করে রাখলেও একজন পুরুষের পক্ষে তা সম্ভব হয় না। শারীরিক সুখ না পেলে তার প্রভাব পড়ে সংসারের উপর।
নারী এবং পুরুষ যদি সম্ভব হয় তাহলে অনেক সময় নারীদের সন্তান ধারণে অক্ষমতা লক্ষ্য করা যায়। একজন পুরুষ যে বয়সে বিয়ে করে তখন একজন মহিলার একই বয়সে শরীর অনেকটাই ভেঙে যায়। শরীরে নানা জটিলতা সৃষ্টি হয়ে যায়। সন্তান ধারনে সমস্যা দেখা দিলে পরে তা প্রভাব ফেলে সংসারের উপরে।
উপরোক্ত সমস্যাগুলির ফলে একজন নারী এবং পুরুষের জীবনে দেখা দিতে পারে ডিপ্রেশন, ভুল বোঝাবুঝি এবং অশান্তি। অনেক সময় এই অশান্তি ডিভোর্স পর্যন্ত গড়িয়ে যায়। তাই সমবয়সী কাউকে বিয়ে করার আগে একবার ভেবে নেবেন ওপরের সমস্যাগুলি।