খবরবিনোদনসর্বশেষ

Khorkuto Serial Actress: খড়কুটোর মেজোমা অনুশ্রী দাস করোনাতে আক্রান্ত, দিলেন সাবধান বাণী

আরো একবার আমাদের ওপর আছড়ে পড়তে চলেছে মহামারীর দ্বিতীয় ঢেউ। প্রতিদিন আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর একবার মুম্বাইয়ে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। টলিউড বলিউড একের পর এক অভিনেতা অভিনেত্রীরা আক্রান্ত হচ্ছেন করোনাতে। আরো একবার করোনা নিজের থাবা বসায় টলি পাড়ায়। জয়শ্রী মুখোপাধ্যায় থেকে শুরু করে ভরত কল, সকলেই আক্রান্ত হয়েছে করণাতে। (Bangla Serial News: Actress Anushree Das from Star Jalsha Khorkuto Serial mejo Maa suffers from corona disease)

এবার করোনাতে আক্রান্ত হলেন সিরিয়ালের বিখ্যাত অভিনেত্রী অনুশ্রী দাস। সম্প্রতি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন যে, মার্চ মাসের শেষের দিকে হঠাৎ করেই তার গায়ে অসহ্য ব্যথা শুরু হয়। তারপর আসে হালকা জ্বর। এক মুহূর্ত দেরি না করে কর্নার পরীক্ষা করতে চান তিনি। সঙ্গে সঙ্গে টেস্টের রিপোর্ট হাতে পেয়ে যান তিনি।

দুর্ভাগ্যবশত রিপোর্ট পজেটিভ। তবে বাড়িতে থেকেই তিনি এখন চিকিৎসা চালাচ্ছেন। বাড়াবাড়ি না হলে হাসপাতালে যাবার কোন প্রশ্ন নেই। সুস্থ হয়ে আরো একবার ধারাবাহিকের কাজে যোগ দেবেন তিনি।

অভিনেত্রীর ক্ষেত্রে স্বাদ অথবা গন্ধ না পাওয়ার কোনো উপসর্গ দেখা যায়নি। তবে সারা গায়ে অসহ্য ব্যথা রয়েছে। খিদে এবং ঘুম একেবারেই চলে গেছে। শারীরিকভাবে প্রচন্ড পরিমানে দুর্বল হয়েছেন তিনি। নিজের ঘরেই রয়েছেন হোম আইসোলেশনে। এখন ঘরের বাইরে পা রাখার কোন প্রশ্ন নেই।

তবে করোনা ভ্যাকসিন এখনো নেওয়া হয়নি তার। এই রোগ থেকে মুক্তি পেলে এই কাজটি আগে করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। তবে বলা হয় ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। বহুদিন পরে এই রোগের জন্য দীর্ঘদিন পরে কাজ থেকে কিছুটা ছুটি পেয়েছেন তিনি। তাই সারাটা দিন তিনি কাটাচ্ছেন বই পড়ে এবং টিভি দেখে।

তবে অসুস্থতার কথা জানানোর পাশাপাশি অভিনেত্রী জানিয়েছেন যে, অনেকেই জ্বরের ওষুধ খেয়ে কাজ করছেন। টেস্ট করাচ্ছেন না। এটি না করে ডাক্তারের পরামর্শমতো টেস্ট করানোর কথা জানিয়েছেন তিনি। শুধু ওষুধ খেলে ঠিক হয়ে গেলে অজান্তেই এই রোগ আরো কিছু মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করেছেন তিনি।

anushree das khorkuto serial mejo maa suffers from corona disease
Khorkuto Serial Actress: খড়কুটোর মেজোমা অনুশ্রী দাস করোনাতে আক্রান্ত, দিলেন সাবধান বাণী