মিষ্টি কণ্ঠের জাদুতে অরিজিৎ সিং এর গান গেয়ে ভাইরাল হলো বাঙালি মেয়েটি
আপনারা আমরা প্রত্যেকেই একবার না একবার অরিজিৎ সিং এর গান শুনেছি। তিনি দর্শকদেরকে একের পর এক হিট গান উপহার দিয়ে গিয়েছেন। সত্যি কথা বলতে গানের ভুবনে অরিজিৎ সিং একজন লেজেন্ড। বাংলা বা হিন্দি দুই ভাষাতেই তার গাওয়া অসংখ্য গান মানুষের মন জয় করেছে। এবার তার একটি গান পরিবেশন করেছে বাঙালি মেয়ে। আর মেয়েটি তার মিষ্টি কণ্ঠের জাদুতে নেট দুনিয়ার লোকদেরকে পাগল করে দিয়েছে (Bengali girl named Aratrika Bhattacharya mesmerizes everyone with her melody)।
এই মুহূর্তে আপনারা লক্ষ্য করেছেন যে অনেকে তাদের বিভিন্ন প্রতিভা প্রদর্শনের মাধ্যমে সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়ে যাচ্ছেন। যেকোনো বয়সের অর্থাৎ শিশু থেকে শুরু করে বৃদ্ধ-বৃদ্ধারা নিজেদের অসাধারণ দক্ষতা প্রদর্শন করছেন সোশ্যাল মিডিয়াতে। আর কোন কোন দক্ষতা ভাইরাল হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যেই। আর এভাবেই জনসাধারণের মধ্যে তারা বিশাল একটা পরিচিতি লাভ করেছে।
অল্প কিছুদিন পূর্বে আরাত্রিকা ভট্টাচার্য নামে একটি মেয়ে গান গেয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিলো। পুনরায় সে নতুন আরেকটি গান পাবলিশ করল। আর এই গানটি হল কিংবদন্তি সংগীতশিল্পী অরিজিৎ সিং এর কন্ঠে গাওয়া “বাতে ইয়ে কাভি না।” (Aratrika sings Legendary Arijit Singh’s ‘Batein Yeh Kabhi Na’) সে তার অসাধারণ কণ্ঠ এর সাহায্যে জাদু করে দিয়েছে প্রত্যেককে।
অনেক ছোটবেলা থেকেই গানের প্রতি আকর্ষণ আরিত্রিকার। সে সোশ্যাল মিডিয়া ছাড়াও যথেষ্ট পরিচিত এক মুখ। সে ক্লাসিকাল, সেমি ক্লাসিক্যাল, হালকা গান এই ক্যাটাগরির গানগুলোতে বিশেষভাবে দক্ষ। আর তা সে মাঝে মাঝেই প্রমাণ করে দিয়েছে আমাদের কাছে।
মূলত এই মেয়েটি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গানের ভিডিও গুলো সবার মধ্যে শেয়ার করে থাকেন। সে এর আগে বিখ্যাত টিভি শোতে গান গেয়ে সবাইকে মুগ্ধ করেছিল। এরমধ্যে &tv এর অনুষ্ঠান ভয়েজ ইন্ডিয়া কিডস 2016, এরপর জিটিভিতে অনুষ্ঠিত হওয়া সারেগামাপা 2017 অনুষ্ঠানে পার্টিসিপেট করেছিলেন এই মেয়েটি।

তাছাড়া আরিত্রিকা অনেকবার মঞ্চে তার গান পরিবেশন করেছে। এখনকার হিসাব অনুসারে ফেসবুক পেজে তার ফলোয়ার 78 হাজার। সুতরাং বুঝা যাচ্ছে তিনি বেশ জনপ্রিয় সবার মাঝে।
সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের এই গানটি স্যাড মেলোডি ক্যাটাগরির। এর পূর্বে সে এই ক্যাটাগরির গান খুব একটা পরিবেশন করে নি। প্রথমবারের মতো সে স্যাড মেলোডির ক্যাটাগরিতে ঢুকে পড়ল। আর প্রথমবারেই একদম বাজিমাত করে দিল। দুর্দান্ত দক্ষতার পরিচয় দিয়েছে সে এই গানটি গাওয়ার মাধ্যমে। ফলে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। নেটের নাগরিকরা প্রচুর প্রশংসা করেছেন এই গানটি শুনে।