কালী পুজোতেও চালু হবে না দক্ষিণেশ্বর মেট্রো
নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তাতে মেট্রোর কাজ চলছে বিশাল ভাবে। বরানগর মেট্রো স্টেশন তৈরির কাজ প্রায় শেষের পথে। প্রত্যেকটি মেট্রো স্টেশন এলাকায় কাজ দেখাশোনা করছেন আরভিএনএল এবং মেট্রোরেলের অন্যান্য আধিকারিকরা। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে তৈরি করা হয়েছে সেটি অনেকটা মন্দিরের মতই তৈরি করা হয়েছে । যদি দূর থেকে দক্ষিণেশ্বর স্টেশন থেকে যদি দেখা হয় তবে অনেকটা মন্দিরের মতই দেখতে লাগবে। দক্ষিনেশ্বর থেকে ডানকুনি এবং শিয়ালদা যাওয়ার জন্য মেট্রো রয়েছে। (Noapara to Dakshineswar Metro Rail construction. Construction of Baranagar Metro Station is nearly done. Address: Domestic Area, May Dibas Pally, Dakshineswar, Kolkata, West Bengal 700035)

সকলের আশা ছিল এবারে কালি পুজোতেই চালু হতে চলেছে উত্তর-দক্ষিণ সংযুক্ত দক্ষিণেশ্বর মেট্রো। কিন্তু সকলের আশা আর পূরণ হলো না। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, সিগন্যাল সংক্রান্ত সরঞ্জাম না আসার ফলে সিগন্যাল জনিত কাজ বাকি রয়ে গেছে, সেই কারণে পুজোয় দক্ষিণেশ্বর মেট্রো চালু করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। (Dakshineswar Metro will not be launched in Kali Pujo either)
তবে জানা গিয়েছে যে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ দক্ষিণেশ্বর মেট্রো কল্পতরু উৎসবের আগে খুলে দিতে পারে। (Dakshineswar Metro Station may be launched before Kalpataru Utsav)
তবে সূত্রের খবর থেকে জানা যায় যে যদিও মেট্রো চলাচল শুরু হয় তবুও অনেক সমস্যা রয়েছে দক্ষিণেশ্বর মেট্রোকে ঘিরে, যেমন দক্ষিণেশ্বরে কারশেড তৈরি করার জন্য এখনো পর্যন্ত কোনো জমি খুঁজে পাওয়া যায়নি। নোয়াপাড়া থেকে যদি ট্রেন আসে তবে মেট্রো পাওয়া যাবে।
নোয়াপাড়া থেকে যাত্রী নিয়ে মেট্রো দাঁড়াবে প্লাটফর্মে এবং সেখান থেকে যাত্রী নামিয়ে যাবে বরানগরের দিকে এবং সেখান থেকে আবার লাইন পরিবর্তন করে আসবে দক্ষিণেশ্বরের অন্যান্য প্লাটফর্মে।
কাজ বাকি থাকার কারণে কালি পুজোতে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন চালু করা গেল না, তবে আশা রাখা যাচ্ছে যে, খুব তাড়াতাড়ি কলকাতাবাসি নয়া মেট্রো স্টেশনে আসতে পারবে।