খবরসর্বশেষ

গৃহবধূ খুন, বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হল বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে।

North 24 Pgs : দেশের শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, আইন সবকিছুর উন্নতি ঘটলেও এখনো বধূহত্যা, বধূ নির্যাতন এর মত কিছু অসামাজিক নৃশংস অপরাধকে কিছুতেই দমন করা যাচ্ছে না। এই সকল বিষয় অর্থাৎ নারী নির্যাতন, ধর্ষণ, বধূ হত্যার খবর প্রায়শই বিভিন্ন সংবাদমাধ্যমের মাধ্যমে আমাদের সামনে ধরা দেয়। এই নিয়ে প্রতিবাদের ঝড় উঠতে দেখা গেছে অভিযুক্তদের বিরুদ্ধে। এমনকি কিছু ক্ষেত্রে অভিযুক্তরা উপযুক্ত শাস্তি পেলেও সে ক্ষেত্রে তেমন কিছু ফল দেখা যাচ্ছে না। (Dead body of murdered housewife is found from septic tank)

এমনই আবার এক গৃহবধূ হত্যার খবর উঠে এলো সেনডাঙা আনন্দপাড়া থেকে। এটি উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভার ভুরকুন্ডা পঞ্চায়েতের  অন্তর্গত একটি গ্রাম। এই গ্রামেতে শনিবার ঘটে গেছে একটি নৃশংস ঘটনা। বাড়ির বউকে খুন করে বস্তাবন্দি করে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাড়িরই সেপটিক ট্যাঙ্ক-এ। (A housewife is murdered in Sendanga, Anandapara, Bhurkunda Panchayat, Ashok Nagar Vidhan Sabha, North 24 Parganas, West Bengal )

মৃতের স্বামীর নাম ইন্দ্রজিৎ বিশ্বাস। জানা গেছে ওই দিন অর্থাৎ শনিবার সকালে ইন্দ্রজিৎ গরুর খাবার আনার জন্য বাইরে গিয়েছিল। তার বাড়ি ফিরতে প্রায় ১১ টা বেজে যায়। বাড়ি ফেরার পর দেখে বাড়িতে তার স্ত্রী নেই। তার স্ত্রী এর খবর জানতে চাই বোন রিনার কাছে। তো বোনকে জিজ্ঞেস করলে সে জানায় একটি ফোন আসার সাথে সাথে তার বউ নাকি বাড়ির বাইরে বেরিয়ে যায় এবং সে নাকি এখনো ফেরেনি। (Indarjit Biswas- the husband of the dead griha badhu, Bou)

এরপর ইন্দ্রজিৎ পাড়া-প্রতিবেশীদের বাড়িতে এবং পার্শ্ববর্তী আরো অন্যান্য জায়গায় খোঁজ করে কিন্তু কোনো জায়গাতেই খোঁজ মেলেনি তার বউয়ের। অবশেষে বাড়ি ফিরার পর বিকেলবেলা বাড়ির সেপটিক ট্যাংকের কাছে দেখতে পায় তার বউয়ের চটি এবং তার সাথে কিছু রক্তের দাগ। সেইসব দেখে ইন্দ্রজিতের সন্দেহ হয় এবং সে প্রতিবেশীদের খবর দেয়। প্রতিবেশীরা তৎক্ষণাৎ পুলিশকে জানায়। অবশেষে ঘটনাস্থলে অশোকনগর থানার পুলিশ এসে বাড়ির সেপটিক ট্যাংক খোলার পর তা থেকে উদ্ধার হয় বস্তাবন্দী মৃতদেহ টি। (Ashok Nagar Thana Police recuses the dead body. Griho bodhu khun, bosta bondi mrito deho uddhar septic tank theke)

বোন রিনা, ভগ্নিপতি রাজ এবং প্রতিবেশী শিপ্রা বিশ্বাস নামে এই তিনজনের বিরুদ্ধে অভিযোগ তোলে ইন্দ্রজিৎ। এর ফলে পুলিশ তৎক্ষণাৎ এই তিনজনকে গ্রেপ্তার করে। ইতিমধ্যে তদন্ত শুরু করলেও কি কারনে গৃহবধূকে খুন করা হয়েছে সে বিষয়ে এখনও কিছু আলোকপাত হয়নি। তবে পুলিশের জেরায় খুব শীঘ্রই অভিযুক্তরা মুখ খুলবে বলে মনে করা হচ্ছে। (Police arrests sister Rina, Vagnipati Raj and protibeshi Shipra Biswas)

dead body of murdered housewife found from septic tank
গৃহবধূ খুন, বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার হল বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।