ক্রিকেটখেলাসর্বশেষ

ম্যান অফ দ্যা ম্যাচ হয়েও চোখের জল ধরে রাখতে পারলেন না রশিদ খান, জেনে নিন কারন

করোনা পরিস্থিতির মধ্যেই শুরু হয়ে গেছে আইপিএল। সম্প্রতি দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে খেলা ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের (DC vs SRH)। এমতাবস্থায় দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে ম্যাচ জয় করার পর আবেগ তাড়িত হয়ে পড়েন সানরাইজার্স হায়দরাবাদের আফগান লেগ স্পিনার রাশিদ খান (Rashid Khan becomes Man Of the Match in IPL 2020 against Delhi Capitals. Later he becomes emotional)।

তিনি একাই শ্রেয়াস আইয়ারদের বিরুদ্ধে তিনটি উইকেট নিয়েছিলেন। এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি বোলার হলো রশিদ খান। মঙ্গলবার তার অসাধারণ পারফরম্যান্স দেখতে এসেছিলেন হাজার হাজার মানুষ। শেখর ধাবান, শ্রেয়াস আইয়ার, রিশব পন্থের উইকেট সংগ্রহ করেছিলেন তিনি (Rashid Khan takes the scalps of three big cricketers named Shikhar Dhawan, Shreyas Iyer and Rishabh Pant)।

খেলা শেষে তাকে যখন ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয়, তখন কিছুতেই চোখের জল ধরে রাখতে পারেননি এই বোলার। কথা বলার সময় তার চোখ দিয়ে জল বেরিয়ে আসে (365 Reporter Bangla IPL 2020 News: Despite being the man of the match in SRH, why Rashid Khan could not hold back his tears)।

পুরস্কৃত গ্রহন করার সময় রশিদ খান বলেন যে, “আমি গত দেড় বছর ধরে খুবই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। দেড় বছর আগে আমার বাবা মারা যান। এই বছর আমি আমার মাকে হারাই। আমার মা আমার খেলা দেখতে খুব ভালোবাসতেন। সব সময় আমাকে খেলার জন্য উৎসাহ দিতেন। আগে কোনো খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হলে সারারাত মায়ের সাথে কথা বলতাম”। তাই ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরস্কার উৎসর্গ করলেন সদ্য প্রয়াত মাকে।

rashid khan in IPL 2020 SRH team
ক্রিকেটার রশিদ খান স্টাইল (ফটো ক্রেডিটঃ ফেসবুক)

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬২ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। জনি বেয়ারস্টো ৫৩, ডেভিড ওয়ার্নার ৪৫ এবং কেন উইলিয়ামসন ৪১ রান করেন। সেকেন্ড ইনিংস খেলতে নেমে ১৪৭ রানে থেমে দিল্লি ক্যাপিটালসের ইনিংস। রসিদ খান ৩ উইকেট এবং ভুবনেশ্বর কুমার ২ উইকেট সংগ্রহ করেন।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।