কলকাতারাজনীতিরাজ্যসর্বশেষ

ফের অস্বস্তি তৃণমূলের অন্দরে, ইডির তলব ৫ প্রভাব‌শালীকে

নারদা কান্ডে আবারও জোর কদমে তদন্তের কাজ শুরু করলো ইডি। তদন্তের এই পর্যায়ে ৫ জনকে নোটিশ পাঠানো হয়েছে। এদের মধ্যে রয়েছেন বিভিন্ন প্রভাবশালী ব‍্যক্তি।

তৃণমূলের প্রাক্তন তথা বিজেপির বর্তমান নেতা মুকুল রায়, তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার, অপরুপা পোদ্দার, তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী, সৌগত রায় এবং এমএমএইচ মির্জাকে কড়া নোটিশ পাঠানো হয়েছে ইডির তরফে।

এই ঘটনাতেই অস্বস্তির সৃষ্টি হয়েছে শাসক দলের অন্দরে। ইডির নতুন তদন্ত নোটিশে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার অপরুপা পোদ্দার এবং এমএমএইচ মির্জাকে তাদের সমস্ত স্থাবর-অস্থাবর সম্পত্তির খতিয়ান, নথি এবং ব্যাংকের স্টেটমেন্ট জমা করতে বলা হয়েছে।

এর আগে করোনা আবহের মধ্যে জুন মাসে নোটিশ পাঠানো হয়েছিল ইডির তরফে। এবার নোটিশে সমস্ত নথি জমা করার সময়সীমা বেঁধে দিয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।