ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শাহিদ আফ্রিদি
ভারত এবং পাকিস্তানের কাশ্মীর ইস্যু নিয়ে মনোমালিন্য বহুদিনের। তারই মধ্যে ভারত এবং চীনের দ্বন্দ্বের মধ্যে পাকিস্তান প্রথম থেকেই ছিল চীনের পক্ষে। স্বাভাবিকভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিদ্বেষ আরও কিছুটা বেড়ে যায়। এরকম এক পরিস্থিতির মধ্যে মোদি সরকার কে দায়ী করে প্রাক্তন অধিনায়ক শাহীদ আফ্রীদি বলেছেন যে, যতদিন মোদি সরকার ভারতে থাকবে ততদিন ভারত এবং ভারত পাক ক্রিকেট সম্ভব হবে না (365 Reporter Bangla Sports News : Ex Pak cricketer/captain Shahid Afridi speaks about India Pakistan relationship)।

এবার সরাসরি মোদি সরকারের উপর আঙুল তুললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। আফ্রিদি বললেন, “মোদি সরকার যতদিন শাসনে আছে ততদিন ভারত-পাকিস্তানের মধ্যে কোন রকম টুর্নামেন্ট হওয়া সম্ভব নয় বলে মনে হচ্ছে আমার।” করোনা পরিস্থিতি চলাকালীন চীন এবং পাকিস্তানের মধ্যে মিত্রতা হওয়ার কারনে, চীনের পাশাপাশি পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক এখনও যথেষ্ট উত্তপ্ত। বাণিজ্যিক এবং বিভিন্ন দিক থেকেও পাকিস্তানকে বঞ্চিত করছে ভারত, এই অবস্থায় ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বকালের জনপ্রিয় খেলা হওয়া সম্ভব নয়। এর জন্য সরাসরি মোদি সরকারকেই দায়ী করে বসল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি।
শাহিদ বলেন, ভারতের জনগণের থেকে যে পরিমান ভালোবাসা সে পেয়েছে সেই পরিমাণ ভালোবাসা তার নিজের দেশের জনগণের থেকে পায়নি। ইতিমধ্যেই আইপিএল যেটিকে বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলা হিসাবে মনে করা হয়, তাতেও পাকিস্তানের কোন প্লেয়ার জায়গা পায়নি। এতে দলের প্লেয়ারদের অনেকটা ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে আফ্রিদি। বাবর আজম-সহ অন্যান্য পাক ক্রিকেটার যে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তা অনেকটা ক্ষতির কারন দলের জন্য এবং পরবর্তীকালেও যে এটা সম্ভব হবে না তার জন্য দায়ী করেছেন একমাত্র মোদিকে।
আফ্রিদি জানিয়েছেন ভারতের থেকে যে পরিমান ভালোবাসা সে পেয়েছে তাতে সে খুবই আপ্লুত এমনকি তার বিভিন্ন পোস্টে ভারতীয়রা কিছু লিখলে তার যথাযথ উত্তর খুব খুশীর সাথে দেন আফ্রিদি, বলে জানিয়েছেন। কিন্তু মোদি সরকার যেভাবে পাকিস্তানকে দূরে সরিয়ে দিচ্ছেন এবং কোনরুপ যোগাযোগ থেকে বঞ্চিত করছেন সেখানে পাকিস্তান দলের সাথে ভারতের খেলা যে কোনদিন সম্ভব হবে তা মনে হয় না।