উৎসবের মরসুমে ট্রাক ধর্মঘট , জিনিসপত্রের দাম বৃদ্ধিতে আমজনতার দুর্গতি
ইতিমধ্যেই পেঁয়াজের ঊর্ধ্বমুখী দাম চোখে জল এনেছে মধ্যবিত্তের। পাশাপাশি আলু ও অন্যান্য সবজির দামও ক্রমশই বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে ট্রাক মালিক সংগঠন গুলির নয়া ঘোষণায় সংকটের মুখে পড়বে সাধারণ মানুষ। আগামী ১২ থেকে ১৪ অক্টোবর ৭২ ঘন্টার ধর্মঘট পালন করতে চলেছে দেশের ট্রাক মালিক সংগঠনগুলি (Federation of West Bengal truck operators association calls for a truck strike in West Bengal)।
উৎসবের মরসুমে এই ধর্মঘটের জেরে অগ্নিমূল্য হতে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিস তা আশঙ্কা করছেন অনেকেই। বুধবার ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশনের বৈঠকে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্রাক মালিকদের অভিযোগ, হাইওয়েগুলিতে পুলিশি জুলুম চলছে। ক্ষতি এড়ানোর জন্য ২৫% বহন ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে তারা। এই দাবি নিয়ে তাদের আন্দোলন জারি থাকবে। ধর্মঘটে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে তারা প্রস্তুতি নিচ্ছেন।
ধর্মঘট চলাকালীন রাজ্য থেকে ভিন রাজ্যে কোন জিনিস রপ্তানি হবে না এবং সেরকমই বাইরের রাজ্য থেকে কোন জিনিস আমদানী হবে না। সব মিলিয়ে ৫ লক্ষ ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই ধর্মঘটের ফলে মাছ ডিমের মত নিত্যপ্রয়োজনীয় জিনিসের সরবরাহ বন্ধ থাকবে। তার জেরেই জিনিসপত্রের দাম বাড়ার আশঙ্কা করছে সাধারণ মানুষ।
করোনা পরিস্থিতিতে মানুষ ইতিমধ্যেই আর্থিক সংকটে ভুগছে। কাজ হারিয়েছেন অসংখ্য মানুষ। এরই মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি এবং ভোগান্তির আশঙ্কা নতুন করে চিন্তার ভাঁজ ফেলছে সাধারন মানুষের কপালে।