খবরজীবনযাত্রাসর্বশেষস্বাস্থ্য

কি কারনে মেয়েদের মন থেকে সরে যায় শারীরিক চাহিদার প্রতি আকর্ষণ ? – Health Tips Bangla

একটি সুস্থ মানুষের স্বাভাবিক ভাবে বেঁচে থাকার জন্য মানুষের চাহিদার পাশাপাশি শারীরিক চাহিদা পূরণ করার প্রয়োজন। তবে বর্তমান জীবনে ইঁদুর দৌড় এর মধ্যে পড়ে এবং সাথে সাথে প্রত্যেক দিন মানসিক অশান্তির মধ্যে পড়ে বেশিরভাগ মানুষ বিশেষত মেয়েরা হারিয়ে ফেলেছেন তাদের যৌন চাহিদা। বয়স বাড়ার সাথে সাথে যে যৌন চাহিদা কমে যাবে সেটাই স্বাভাবিক। কিন্তু অনেক ক্ষেত্রে তার উল্টো হতে পারে।অস্বাভাবিক শারীরিক চাহিদা কমে যাওয়া অথবা বেড়ে যাওয়ার পেছনে থাকে কতগুলি কারণ। আসুন আজ এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক সেই কারণগুলি। (Health Tips Bangla : Keno meyeder jouno cahida kome jay)

প্রতিদিন সকালবেলা পারিবারিক কাজের পাশাপাশি থাকে বাহ্যিক কিছু কাজ, সারাদিন পরিশ্রম করার ফলে শারীরিক ক্লান্তি এসে যাওয়াটাই স্বাভাবিক। তাই দিনের শেষে শারীরিক চাহিদা মেটানোর জন্য সেই উত্তেজনা থাকে না তাদের মধ্যে। (Why girls may lose interest in sex)

ছোটবেলায় কোন খারাপ স্মৃতি অথবা খারাপ ঘটনা যদি থাকে, তাহলে ভবিষ্যতে শারীরিক চাহিদার প্রতি বিরক্তি কাজ করে মেয়েদের। সেই পুরনো ভয়ঙ্কর স্মৃতি ভুলতে না পারার জন্য ভবিষ্যতে অন্য কোন পুরুষের সঙ্গে যৌন মিলনে অক্ষম হয়ে যায় মেয়েরা।

ছোটবেলায় খারাপ পরামর্শ অথবা ভুল পরামর্শ একটি মেয়েকে ফেলে দিতে পারে বিপদের মুখে। অতিরিক্ত যৌনতার গল্প মাঝে মাঝেই একটি মেয়ের মন থেকে শারীরিক চাহিদার আকর্ষণ সরিয়ে দেয়।

অনেক সময় নিজের শারীরিক গঠন অথবা সৌন্দর্য নিয়ে মেয়েরা আত্মগ্লানিতে ভোগে। সেই দিক থেকেও তৈরি হতে পারে তাদের শারীরিক যৌনতার ক্ষেত্রে অনীহা।

এইসব থেকে মুক্তি পাবার জন্য অবশ্যই উচিত সঠিক জীবনযাত্রা এবং সুস্থ খাবার-দাবার গ্রহণ করার। একটি সুস্থ জীবন আপনাকে শারীরিক চাহিদার দিকে আকর্ষিত করে দিতে পারে।

health tips bangla keno meyeder jouno cahida kome jay
কি কারনে মেয়েদের মন থেকে সরে যায় শারীরিক চাহিদার প্রতি আকর্ষণ ? – Health Tips Bangla