কেমন কাটলো আমাদের সকলের প্রিয় ঝুমা বৌদির দীপাবলি ?
হইচই দুপুর ঠাকুরপো খ্যাত মোনালিসা ওরফে ঝুমা বৌদি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়। অভিনেত্রী মোনালিসার প্রকৃত নাম অন্তরা বিশ্বাস। ভোজপুরি এবং বলিউড ইন্ডাস্ট্রি কাঁপানোর পর তিনি পদার্পণ করেছেন টলিউড ইন্ডাস্ট্রিতে। ওয়েব সিরিজ থেকে মেগাসিরিয়াল সবেতেই সমানভাবে সাবলীল। প্রাচ্য এবং পাশ্চাত্য সমস্ত রকম পোশাক পরে ছবি পোস্ট করেন তিনি সোশ্যাল মিডিয়াতে। (Celebrity Xossip : How everybody’s favourite Antara Biswas aka Monalisa aka Jhuma Boudi spends Diwali. Actress Monalisa amuses everybody by acting as Jhuma Boudi in Dupur Thakurpo on Hoichoi platform)
তার পোস্ট করা প্রত্যেকটি ছবি সমানভাবে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি তারা আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন দীপাবলীর কিছু সুন্দর মুহূর্ত। আপাতত তিনি রয়েছেন মুম্বাইতে।
সেখানে এই বছর দীপাবলি তিনি সেলিব্রেট করলে স্বামী বিক্রান্ত এর সঙ্গে। রঙ্গলি এবং প্রদীপ জ্বালিয়ে একেবারেই ঘরোয়াভাবে পালন করলেন দীপাবলি। আমরা সকলেই জানি যে মহামারী র জন্য চলতি বছরে সমস্ত রকম শব্দ বাজি নিষিদ্ধ ছিল। তাই সকলেই বাড়িতে প্রদীপ এবং রঙ্গলি সাজিয়ে নিজেদের মতো করে দীপাবলি উৎসব পালন করেছেন। (Actress Monalisa aka Antara Biswas aka Jhuma Boudi husband is Vikrant Singh Rajpoot)
তাদের সকলের মধ্যেই একজন হলেন মোনালিসা। তিনিও ঘরোয়াভাবে সুন্দর করে সেজে সকলের সামনে ছবি পোস্ট করে সকলের সাথে শেয়ার করলেন তার নিজস্ব ব্যক্তিগত কিছু মুহূর্ত। পোস্ট হতেই তার ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়। একেবারে অন্য রূপে সকলে দেখতে পায় মোনালিসা কে।মোনালিসার দীপাবলীর শুভেচ্ছা প্রদুত্তরে সকলেই তাকে দীপাবলি শুভকামনা জানিয়েছেন।
