খবরবিদেশভাইরালসর্বশেষ

ঝগড়া করে মাথা গরম, মাথা ঠান্ডা করতে পথ হাঁটা শুরু করল এক ব্যক্তি, দিতে হলো জরিমানা

করোনা পরিস্থিতির জন্য বিশ্বের প্রায় অধিকাংশ জায়গাতেই লকডাউন এর দরকার হয়ে পড়েছিল, এই লকডাউন এর প্রভাবে বাড়ি থেকে কেউ বের হতে পারবেন না এরকমই নির্দেশ জারি করা ছিল। করোনা মহামারীর জন্য মৃতের সংখ্যা বাড়ছিল ইতালিতে, যার জন্য সেখানে লকডাউন হয়েছিল কঠোর ভাবে। এই কঠোর লকডাউন এর মধ্যেই এক ব্যক্তির রাস্তায় বেরোনোর অপরাধে দিতে হলো জরিমানা। (World News : Husband starts to walk a long distance to cool off his head due to quarrel with his wife and gives penalty in Kemo, Italy)

সোশ্যাল মিডিয়ার আমরা নানা রকমের প্রতিদিনের খবরের আপডেট পেয়ে থাকি, কিন্তু এবারে ইতালীতে এমন এক ঘটনার খবর শোনা গেল সত্যি যা সহসা হয়তো ঘটে না। এক ব্যক্তি যার সঙ্গে ঝগড়া হয় তার স্ত্রীর এবং সে তার ফলে মাথা ঠান্ডা করার জন্য তিনি রাস্তায় লকডাউন এর মধ্যেই বেরিয়ে পড়েন, এবং মাথা ঠান্ডা করতে প্রায় ৪৫০ কিলোমিটার পথ হাঁটেন।

খবর সূত্রে জানা যায়, ওই ব্যক্তির বয়স ৪৮ বছর, তিনি ইতালির কোমোতে থাকেন। স্ত্রীর সাথে ঝগড়ার করে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় ইতালির ফান শহরে তিনি হাঁটতে হাঁটতে পৌঁছে যান ফানো শহরে। কোমো থেকে ফানো শহরের দূরত্ব ৪৫০ কিলোমিটার।

ইতালিতে করোনা ভাইরাসের প্রকোপ বাড়ার জন্য খুব কঠোর ভাবে লকডাউন পরিচালনা করা হচ্ছে এবং যার জন্যই এই রকম একটি নিয়ম ভাঙার অপরাধে সেই ব্যক্তিকে আটক করে ইতালির পুলিশ কর্তারা।

প্রথমদিকে সেই ব্যক্তির বাইরে বেরোনোর কারন পুলিশ জানতে চাইলে জবাবে সেই ব্যক্তি স্ত্রীর সাথে ঝগড়া হওয়ার কথা বলেন, কিন্তু সেটি প্রথম দিকে পুলিশরা বিশ্বাস করেনি, পরে তদন্ত করে দেখা যায় যে সেই ব্যক্তির স্ত্রী ওই ব্যক্তির নিখোঁজ হওয়ার জন্য ডায়েরি করেছিলেন পুলিশ থানায়।

স্ত্রীর সাথে ঝামেলা হওয়ার জন্য তিনি বাইরে বেরিয়ে পড়েছিলেন এবং হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলেন অনেক দূরে সেখানে তার কেউই চেনা ছিলনা, ছিলনা খাবারও। অচেনা লোকদের কাছ থেকে খাবার চেয়ে সে দিন কাটিয়েছে।

সেই ব্যক্তির স্ত্রী যখন তার স্বামীর খোঁজ পেলেন তখন তাকে সেখান থেকে নিয়ে যান।

Husband starts to walk a long distance to cool off his head due to quarrel with his wife and gives penalty
ঝগড়া করে মাথা গরম, মাথা ঠান্ডা করতে পথ হাঁটা শুরু করল এক ব্যক্তি, দিতে হলো জরিমানা

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।