Krishnakoli Serial : কৃষ্ণার গানের মাধ্যমে কি শ্যামার হারিয়ে যাওয়ার রহস্য ভেদ হলো ?
জি বাংলা তে কৃষ্ণকলি ধারাবাহিক টি বেশ জনপ্রিয়। ধারাবাহিকটি শুরু হওয়ার পরপরই দেখা গেছে কিভাবে শ্যামার জীবনে এসেছে নানান রকম বাধা বিপত্তি। অবশেষে ভাসুর এবং জা’য়ের চক্রান্তের মাধ্যমে নিখোঁজ হয়ে যায় শ্যামা। (Zee Bangla Serial News Update : Is Shyama missing mystery solved in Krishna song in Zee Bangla Krishnakoli serial)
পরেই কৃষ্ণকলি ধারাবাহিকে আসে একটি নতুন মোড় যেখানে আগমন ঘটে নিখিল এবং শ্যামার মেয়ে কৃষ্ণার। নিখিল এবং নিখিলের পরিবারের কেউই জানেনা যে কৃষ্ণা তাদের বাড়ির মেয়ে কিন্তু তা সত্বেও পরিবারের সকলের কাছে চেনা হয়ে ওঠে কৃষ্ণা। কৃষ্ণার গান এবং সুরে নিখিল খুঁজে পায় শ্যামাকে, যার জন্যই শ্যামার কথা তার মনে পড়ে। (Neel Bhattacharya as Nikhil and Tiyasha Roy as Shyama in Krishnokoli Bangla Serial. Nikhil-Shyama daughter Krishna)
নিখিল বুঝে পায়না সে শ্যামার গানের সঙ্গে কৃষ্ণার গানের এত মিল হয় কি করে এবং সেই প্রশ্নটা সে খুঁজে বেড়াচ্ছে সব জায়গাতে। আপাতত টিআরপি তালিকা রয়েছে সবচেয়ে উঁচুতে এই ধারাবাহিকটি।
নানা রকম ষড়যন্ত্র, শ্যামা এবং নিখিলের চরিত্র সমস্ত কিছু নিয়েই দর্শকরা বেশ পছন্দ করেছেন এই ধারাবাহিকটি। দেশ-বিদেশে কৃষ্ণকলি ধারাবাহিকটি সকলের প্রিয় হয়ে দাঁড়িয়েছে।
জানা গেছে তেলেগু ভাষাতেও এই ধারাবাহিকটি তৈরি হয়েছে। ধারাবাহিকটির নাম হয়েছে কৃষ্ণ তুলসী ধারাবাহিকটির প্রমো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। স্বাভাবিকভাবেই কৃষ্ণকলি ধারাবাহিকটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে নানান জায়গায়। সিরিয়ালটি হিন্দি, মারাঠি এবং তামিল ভাষায় সম্প্রচারিত হচ্ছে।
