খবরদেশসর্বশেষ

বর্ধমানের ঐতিহ্যবাহী ঘোষাল বাড়ির দুর্গাপূজা অনুষ্ঠিত হয় শেরশাহের দান করা জমিতে

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। প্রত্যেকে আমরা এই উৎসবের জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। প্রত্যেকবারই এক এক করে বিভিন্ন ঐতিহ্যবাহী পুজোর পিছনের ইতিহাস কি সেটা আমরা জানতে পারি। এইরকমই এইবার জানা যায় বর্ধমানের কোলসড়ায় দিগম্বর ঘোষালের বাড়ির দূর্গা পূজা সম্পর্কে। আসুন তবে জেনে নেওয়া যাক এই পুজোর পিছনের ইতিহাস ঠিক কি ছিল (History of Kolshara, Burdwan Digambar Ghoshal bari Durga Puja)।

জানা গেছে, এই দিগম্বর ঘোষাল শেরশাহের খুব কাছের কর্মচারী ছিলেন। দিগম্বর ঘোষাল ছিলেন এগারোতম পুরুষ ঘোষাল বংশের। জানা যায় শেরশাহ তাকে একটি দায়িত্ব দিয়েছিলেন, সেটা হলো জি. টি রোডের কাজ দেখাশুনা করার । গ্রামের উপর দিয়ে প্রবাহিত ছিল কংসা নদী। তিনি ওই নদীর উপর দিয়ে নৌকা করে যেতেন জি. টি রোডের কাজ দেখাশোনা করতে (Digambar Ghoshal is one of the loyal servants of Samrat Sher Shah)।

এরপর যখন তিনি কোলসড়া গ্রামে পৌঁছান, তখন সেই জায়গাটি তার খুব ভালো লেগে গিয়েছিল এবং তিনি সেখানে সেই দিনের জন্য থেকে গিয়েছিলেন। সেই সময় ঐদিন রাতে দিগম্বর বাবু পেলেন এক স্বপ্নাদেশ, যেটি ছিল সিদ্ধেশ্বরী কালী মন্দির তৈরি করে পুজো করার।

এই স্বপ্নাদেশ পাওয়ার পরে দিগম্বর বাবু শেরশাহকে বিস্তারিত জানালে, সম্রাট শেরশাহ তাকে সেই স্থানে পাঁচশো বিঘা জমি দেন। এরপরই ১৫৪০ খ্রিস্টাব্দে মা সিদ্ধেশ্বরীর মন্দির প্রতিষ্ঠা করা হয়।

মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই এই স্থানে শুরু হলো ঘোষাল বাড়ির বসবাস। জানা গেছে ঘোষাল বংশের সপ্তম পুরুষ ছিলেন ঈশ্বরচন্দ্র ঘোষাল, তিনি একদিন কলাবাগানে ঘুরতে ঘুরতে একটি বালিকাকে দেখতে পান,তার পরই ঘটলো অস্বাভাবিক কিছু। সেদিন রাতেই মা দুর্গার স্বপ্নাদেশ পেলেন ইশ্বরচন্দ্র ঘোষাল। এরপরেই তিনি আর দেরি না করে মা দুর্গার পুজো করার ব্যবস্থা করেন।

ঘোষাল বাড়ির এই দুর্গা পুজো চলে টানা নয় দিন ধরে। এই ঐতিহ্যবাহী পুজোর প্রতিপদে তৈরি অন্নভোগ থেকে শুরু করে দশমীর দধিকর্মা তৈরি করা হয়ে থাকে গঙ্গা জল দিয়ে।

এছাড়া জানা যায় যে, ইশ্বরচন্দ্র ঘোষাল যেহেতু প্রথম মায়ের দর্শন কলাবাগানে পান সেই নৈবিদ‍্যে মাকে কলা, মোচা,থোড় নিবেদন করা হয়ে থাকে। (Bardhaman Durga Puja 2020)

ঘোষাল পরিবারের সদস্য সমীর ঘোষাল জানান যে, তারা কাজের সূত্রে অন্য জায়গাতে থাকে, কিন্তু এই পুজোর সময় সকলে উপস্থিত হয় গ্রামে।

Surajit Joarder

৩৬৫ রিপোর্টার বাংলা ওয়েবসাইট এর অ্যাডমিন। আমি বিনোদন সম্পর্কিত টপিক ভীষণ ভালোবাসি। তাই আমি মেইনলি মুভি, ওয়েব সিরিজ, সিরিয়াল নিয়ে পোস্ট লিখে থাকি।